মহারাষ্ট্র বিধানসভার ম্যাজিক ফিগার ১৪৫ ৷ বিজেপির ঝুলিতে রয়েছে ১০৫টি আসন৷ অন্যদিকে শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ এবং কংগ্রেসের দখলে রয়েছে ৪৪টি আসন ৷ এই তিনজন হাত মেলালে জোটের আসন দাঁড়াবে ১৫৪টি ৷এখন অপেক্ষা কংগ্রেসের সরকারি অনুমতি পত্রের ৷ সরকার গঠনের জন্য শিবসেনাকে আগেই সমর্থন জানিয়েছে এনসিপি ৷
রাজভবন থেকে বেরিয়ে আসার পর শিবসেনার জয়ী সাংসদ ও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আদিত্য ঠাকরে জানান, ‘সরকার গঠনে আমরা ইচ্ছুক ৷ কিন্তু সরকার গড়ার জন্য আমাদের আরও সংখ্যা প্রয়োজন ৷ এর আগে সোমবার সকাল সাড়ে সাতটা অবধি সময় দিয়ে রাজ্যপাল শিবসেনাকে সরকার গড়ার জন্য আহবান জানিয়ে ছিলেন৷ সেই মতোই এনসিপি এর সঙ্গে এদিন সরকার গঠনের দাবি জানাতে এসেছিলাম ৷ ’ আদিত্যর মতে, সরকার গঠনের দাবি খারিজ হয়নি ৷৪৮ ঘণ্টা অতিরিক্ত সময় চাইলেও রাজ্যপাল তা দিতে নারাজ বলে দাবি আদিত্য ঠাকরের ৷
advertisement