শীর্ষ আদালতের এই রায়কে কার্যত জয় হিসেবেই দেখছে বিরোধী শিবির ৷ আগামীকাল অর্থাৎ বুধবার আস্থাভোটের নির্দেশ জারি হতেই উল্লসিত শিবসেনা-এনসিপি- কংগ্রেস জোট ৷ কোর্টের এই নির্দেশে আত্মবিশ্বাসী সোনিয়া গান্ধির মন্তব্য, ‘কালকের জন্য আমরা প্রস্তুত ৷ জয় নিশ্চিত ৷’
সোমবার সন্ধেয় পাঁচ তারা হোটেলে তিন দলের ১৬২ জন বিধায়ককে সঙ্গে নিয়ে শক্তি প্রদর্শন করে চমক দিয়েছে বিরোধীরা ৷ একসাথে ৩ দলের ১৬২ জন বিধায়ক। মহারাষ্ট্রে নতুন সরকারের ছবি। সোমবার সন্ধেয় মুম্বইয়ের পাঁচতারা হোটেলে শক্তি প্রদর্শন করল শিবসেনা-এনসিপি ও কংগ্রেস। এনসিপির ৫৪ জন বিধায়কই হাজির। অপেক্ষা এখন আস্থাভোটের।
advertisement
মুম্বইয়ের গ্রান্ড হায়াৎ হোটেলের একসাথে হাজির করানো হল শিবসেনা, কংগ্রেস ও এনসিপির সব বিধায়ককে। সবমিলিয়ে ১৬২ জন। মহারাষ্ট্রে সরকার গড়তে প্রয়োজন ১৪৫ জনের সমর্থন। অন্যদিকে, এনসিপি নেতা অজিত পাওয়ার ৫৪ জন এনসিপি বিধায়ক ফড়নবীশ সরকারকে সমর্থন দেবে বলে জানায় ৷ বিজেপির ঝুলিতে রয়েছে ১০৫ জন বিধায়ক ৷