তবে সংক্রমণ এড়াতে কেউ টগবগ করে ঘোড়ায় চেপে অফিস যাচ্ছেন, এই দৃশ্য কল্পনা করা একটু অবাস্তব। তবে এ রকমই ঘটেছে বাস্তবে। মহারাষ্ট্রের নান্দেদ শহরের এক সরকারি কর্মচারী উপরমহলের কাছ থেকে অনুমতি চেয়েছেন এই বলে যে তিনি যেন প্রতি দিন ঘোড়ায় চেপে অফিস আসার সুযোগ পান!
সতীশ পঞ্জাবরাও দেশমুখ হলেন একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। তিনি নান্দেদ কালেকটোরেটে এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে কাজ করেন। দেশমুখই তাঁর এই অদ্ভুত মনোবাসনার কথা চিঠি লিখে কালেক্টর অফিসে জানিয়েছেন। তিনি বলেছেন যে প্রতি দিন অফিস আসতে তাঁর কোনও আপত্তি নেই। তবে তিনি কাজে আসতে চান ঘোড়ায় চেপে।
advertisement
দেশমুখ চিঠিতে জানিয়েছেন যে তাঁর কিছু শারীরিক সমস্যা আছে। তিনি পিঠের ব্যথায় আক্রান্ত। তাই তাঁর এমন কিছু ব্যবস্থা প্রয়োজন যাতে তিনি আরামদায়ক ভাবে কাজে আসতে পারেন। বাইক বা স্কুটার চালিয়ে তাঁর পক্ষে কাজে আসা সম্ভব নয়। কারণ এতে তাঁর পিঠের ব্যথা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। স্কুটার বা বাইকের পরিবর্তে গাড়ি কেনাও দেশমুখের সাধ্যের বাইরে। তাই অনেক ভেবে-চিন্তে সব দিক সামলে আপাতত একটি ঘোড়া কেনার পরিকল্পনা করছেন এই কর্মী। চিঠিতে ঘোড়ায় চেপে অফিস আসার অনুমতির সঙ্গে সঙ্গে সেই ঘোড়া পার্ক করার কথাও উল্লেখ করেছেন তিনি।
এই চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া মাত্র ভাইরাল হয়ে যায়। তবে অনেকেই দেশমুখের এই অদ্ভুত ইচ্ছেতে ঠাট্টা করলেও বেশিরভাগ নেটিজেনই তাঁর জন্য সহানুভূতি প্রকাশ করেছেন।
