মহারাষ্ট্রের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী যশোমতি ঠাকুর জানিয়েছেন, এই সময়ে যৌনকর্মীদের পাশে থাকছে সরকার। তাঁর জন্য ৫১ কোটি টাকার আর্থিক সাহায্য করবেন সরকার। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাস পিছু তাঁদের হাতে পাঁচ হাজার টাকা করে তুলে দেওয়া হবে। যে সমস্ত যৌনকর্মীদের বাচ্চারা স্কুলে যায় তাঁদের অতিরিক্ত আড়াই হাজার টাকা করে দেওয়া হবে।
advertisement
প্রতি মাসে পাঁচ কেজি রেশন দেওয়া হবে যৌনকর্মীদের। তিন কেজি গম, দু’ কেজি চাল। নাম নথিভুক্ত রয়েছে এমন যৌনকর্মীরা মাসে নগদ ৫০০০ টাকা করেও পাবেন। সেই টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। মোট ৫১ কোটি ১৮ লাখ টাকার সাহায্য করা হবে। এই তাকার অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র সরকার। এই খবরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন যৌনকর্মীরা। যদিও এই বিষয়ে অনেক দিন ধরেই ভাবনা চিন্তা চলছিল। এবার তা কার্যকরী করা হল।