TRENDING:

Maharashtra Doctor Death Update: বাড়িওয়ালার ছেলেকে শেষ ফোন, কেন হাতে নাম লিখে গেলেন তরুণী চিকিৎসক? মহারাষ্ট্র কাণ্ডে বড় মোড়

Last Updated:

ফলটন উপজেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার পদে কর্মরত ওই মহিলা চিকিৎসক নিজের হাতের তালুতে তাঁর মৃত্যুর জন্য দু জনকে দায়ী করে গিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহারাষ্ট্রে ফলটনে মহিলা চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার গ্রেফতার করা হল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে৷ গত বৃহস্পতিবার রাতে ফলটনের একটি হোটেলে ২৮ বছর বয়সি ওই মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল৷ আত্মহত্যা করার আগে সুইসাইড নোটে শারীরিক এবং মানসিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ করে গিয়েছিলেন মহারাষ্ট্রের বিড় জেলার বাসিন্দা ওই তরুণী চিকিৎসক৷
মহারাষ্ট্র কাণ্ডে নতুন মোড়৷
মহারাষ্ট্র কাণ্ডে নতুন মোড়৷
advertisement

ফলটন উপজেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার পদে কর্মরত ওই মহিলা চিকিৎসক নিজের হাতের তালুতে তাঁর মৃত্যুর জন্য দু জনকে দায়ী করে গিয়েছেন৷ তাঁদের মধ্যে গোপাল বাদানে নামে একজন সাব ইনস্পেক্টর তাঁকে চার বার ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা চিকিৎসক৷ এর পাশাপাশি প্রশান্ত বাঁকর নামে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবকের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ করেছিলেন ওই তরুণী চিকিৎসক৷

advertisement

এই প্রশান্ত বাঁকরকেই গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, ওই মহিলা চিকিৎসক ফলটনের যে বাড়িতে ভাড়া থাকতেন, প্রশান্ত সেই বাড়ির মালিকের ছেলে৷ তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করার আগে ফোনে দীর্ঘক্ষণ প্রশান্তের সঙ্গে কথা বলেছিলেন ওই তরুণী চিকিৎসক৷

সেরা ভিডিও

আরও দেখুন
৭০০ টাকায় শুরু, এখন মাসে হাজার হাজার টাকা রোজগার 'এই' গৃহবধূর! তাঁর সাফল্যে অনুপ্রণিত বহু
আরও দেখুন

গোপাল বাদানে নামে অভিযুক্ত সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে ধর্ষণ এবং প্রশান্ত বাঁকরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ৷ অন্যদিকে অভিযুক্ত সাব ইন্সপেক্টর গোপাল বাদানেকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে৷ মৃতার পরিবারের অভিযোগ, ওই তরুণী চিকিৎসককে দিয়ে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট এবং ভুয়ো ফিট সার্টিফিকেট তৈরি করতে চাপ দিতেন পুলিশ অফিসাররা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Doctor Death Update: বাড়িওয়ালার ছেলেকে শেষ ফোন, কেন হাতে নাম লিখে গেলেন তরুণী চিকিৎসক? মহারাষ্ট্র কাণ্ডে বড় মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল