রবিবার শিন্ডে নিজেই জানান, যেহেতু বিজেপি জোটের মধ্যে সর্বাধিক ১৩২টি আসন পেয়েছে, তাই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে তারাই সিদ্ধান্ত নেবে৷ বিজেপি-র নেওয়া সিদ্ধান্তে তাঁর সর্বাত্মক সমর্থন থাকবে বলেও দাবি করেন শিন্ডে৷ তিনি আরও জানান, মন্ত্রিসভা এবং সরকার গঠন নিয়ে দেবেন্দ্র ফড়ণবীশ এবং অজিত পাওয়ারের সঙ্গেও আলোচনায় বসবেন তিনি৷ আজ মঙ্গলবারই সেই বৈঠক হওয়ার সম্ভাবনা৷
advertisement
যাবতীয় নজর এখন মহারাষ্ট্র বিধান ভবনে আজকের সকাল ১০টার বিজেপির বিধানসভার বৈঠকের দিকে। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপি আজই তাদের চূড়ান্ত নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, বিজেপি ইতিমধ্যেই ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য শীর্ষ নেতাদের উপস্থিতিতে ৫ ডিসেম্বর সন্ধ্যায় আজাদ ময়দানে মহারাষ্ট্রের শপথ অনুষ্ঠান হবে। এনসিপি নেতা অজিত পাওয়ার বর্তমানে সরকার গঠন নিয়ে আলোচনার জন্য দিল্লিতে রয়েছেন। সুতরাং সব দিক থেকেই ইঙ্গিত মহারাষ্ট্রের আগামী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন সে নাম হয়ত চূড়ান্ত হয়ে যাবে মঙ্গলবারই।
পাশাপাশি সূত্রের খবর, বিজেপি আগামিকাল বুধবার একটি আইনসভার বৈঠকে বসছে। ওই বৈঠকেই বিজেপির আইনসভা দলের নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন তা ঘোষণা করতে পারে গেরুয়া শিবির।