TRENDING:

Eknath Shinde: আজই বড় কোনও সিদ্ধান্ত নেবেন একনাথ শিন্ডে? দাবি দলেরই নেতা, মহারাষ্ট্রে জল্পনা চরমে

Last Updated:

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে টানাপোড়েনের মধ্যেই গতকাল আচমকা সাতারায় নিজের গ্রামের বাড়িতে চলে যান একনাথ শিন্ডে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বাই: কোনও বড় সিদ্ধান্ত গ্রহণের আগেই নাকি গ্রামের বাড়িতে ফিরে যান তিনি৷ তাহলে আজ কি কোনও বড় সিদ্ধান্ত নিতে চলেছেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে? সেই জল্পনাই উস্কে দিয়েছেন তাঁর দলের নেতা সঞ্জয় শিরসত৷ তাঁর দাবি, সাধারণত কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগেই গ্রামের বাড়িতে ফিরে যান তিনি৷
চমক দেবেন একনাথ শিন্ডে? ছবি- পিটিআই
চমক দেবেন একনাথ শিন্ডে? ছবি- পিটিআই
advertisement

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে টানাপোড়েনের মধ্যেই গতকাল আচমকা সাতারায় নিজের গ্রামের বাড়িতে চলে যান একনাথ শিন্ডে৷ যে কারণে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে দেবেন্দ্র ফড়ণবীশ এবং অজিত পাওয়ারের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠকও বাতিল করতে হয়৷

আরও পড়ুন: কিলবিল করছে চন্দ্রবোড়া, এক বছরে তিন জনের মৃত্যু! আতঙ্কপুরী নিউ টাউন

সঞ্জয় শিরসত দাবি করেছেন, আজ রাতের মধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়ে যাবে৷ ২ ডিসেম্বর শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী৷ তবে শিন্ডে মুখ্যমন্ত্রিত্বের পরিবর্তে শিন্ডে যে কোনও কেন্দ্রীয় মন্ত্রীর পদ নেবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন ওই শিবসেনা নেতা৷ শিরাসত দাবি করেছেন, মহারাষ্ট্রের রাজনীতি নিয়েই আগ্রহী শিন্ডে, তাই তিনি দিল্লিতে যাবেন না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর পরেই জল্পনা বাড়িয়ে শিরাসত বলেন, ‘যখনই একনাথ শিন্ডের মনে হয় কোনও সিদ্ধান্ত নিতে তাঁর আরও সময় লাগবে, কোনও বড় সিদ্ধান্ত নেবেন, তখন তিনি গ্রামের বাড়িতে যান৷ শনিবার বিকেলের মধ্যেই তিনি খুব বড় কোনও সিদ্ধান্ত নেবেন৷’ শিন্ডের এই বড় সিদ্ধান্ত কী, মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে এখন তা নিয়েই চর্চা তুঙ্গে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Eknath Shinde: আজই বড় কোনও সিদ্ধান্ত নেবেন একনাথ শিন্ডে? দাবি দলেরই নেতা, মহারাষ্ট্রে জল্পনা চরমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল