মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে টানাপোড়েনের মধ্যেই গতকাল আচমকা সাতারায় নিজের গ্রামের বাড়িতে চলে যান একনাথ শিন্ডে৷ যে কারণে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে দেবেন্দ্র ফড়ণবীশ এবং অজিত পাওয়ারের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠকও বাতিল করতে হয়৷
আরও পড়ুন: কিলবিল করছে চন্দ্রবোড়া, এক বছরে তিন জনের মৃত্যু! আতঙ্কপুরী নিউ টাউন
সঞ্জয় শিরসত দাবি করেছেন, আজ রাতের মধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়ে যাবে৷ ২ ডিসেম্বর শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী৷ তবে শিন্ডে মুখ্যমন্ত্রিত্বের পরিবর্তে শিন্ডে যে কোনও কেন্দ্রীয় মন্ত্রীর পদ নেবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন ওই শিবসেনা নেতা৷ শিরাসত দাবি করেছেন, মহারাষ্ট্রের রাজনীতি নিয়েই আগ্রহী শিন্ডে, তাই তিনি দিল্লিতে যাবেন না৷
advertisement
এর পরেই জল্পনা বাড়িয়ে শিরাসত বলেন, ‘যখনই একনাথ শিন্ডের মনে হয় কোনও সিদ্ধান্ত নিতে তাঁর আরও সময় লাগবে, কোনও বড় সিদ্ধান্ত নেবেন, তখন তিনি গ্রামের বাড়িতে যান৷ শনিবার বিকেলের মধ্যেই তিনি খুব বড় কোনও সিদ্ধান্ত নেবেন৷’ শিন্ডের এই বড় সিদ্ধান্ত কী, মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে এখন তা নিয়েই চর্চা তুঙ্গে৷