আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় সোনার খনির হদিস পেল প্রতিবেশি দেশ! মজুত রয়েছে ৭ লক্ষ কোটি টাকার সোনা
গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন একনাথ। তাঁর দেখাশোনাও করছিলেন চিকিৎসকরা। কিন্তু স্বাস্থ্যের কোনও উন্নতি না হওয়ায় মঙ্গলবার, অর্থাৎ আজ ঠাণের একটি হাসপাতালে ভর্তি করানো হয় একনাথ শিন্ডেকে। চিকিৎসকরা তাঁর শরীরের একাধিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, জ্বর, সর্দি এবং গলায় সংক্রমণে আক্রান্ত একনাথ।
advertisement
বৃহস্পতিবার বিকেল ৫টায় মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ নেবেন মহাজুটি সরকারের নতুন মুখ্যমন্ত্রী। যদিও ভোটের ফল ঘোষণার দীর্ঘ দিন হয়ে গেলেও কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন সেটা এখনও স্পষ্ট নয়।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মন্ত্রিসভায় না-ও থাকতে পারেন। যদিও তিনি বারবার এই নিয়ে বলেছেন, যে কে মুখ্যমন্ত্রী হবেন, সেই সিদ্ধান্ত নেবেন মোদি। এর মধ্যেই দেশের বাড়িতে গিয়ে অসুস্থ হন একনাথ শিন্ডে।