অন্যদিকে শারদ পাওয়ারের এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা বিরোধী দলের আসনেই বসতে চায়৷ শিবসেনার সঙ্গে কোনও জোটে তারা যাবে না৷ দুদিনের মধ্যেই মহারাষ্ট্রের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে৷ সরকার গড়তে না-পারলে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা প্রবল৷ শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বলে দিয়েছেন, মুখ্যমন্ত্রী পদে রোটেশন হবে৷ আড়াই বছর বিজেপি-র মুখ্যমন্ত্রী থাকবে, আড়াই বছর থাকবে শিবসেনা৷ এই দাবি থেকে একচুলও নড়তে নারাজ শিবসেনা৷ বিজেপির তরফে এখনও কোনও প্রস্তাব আসেনি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের কাছে৷
advertisement
দুই দলই দাবি করছে, একটি সমঝোতায় চলে আসবে৷ এবং ৯ নভেম্বরের মধ্যেই সরকার গড়বে৷ কিন্তু ঠিক কী সমঝোতা হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়৷ দেবেন্দ্র ফড়নবীশকে মুখ্যমন্ত্রী পদে বসানোর বার্তা নিয়ে আজ রাজ্যপাল ভগত্ সিং কোসিয়ারির সঙ্গে দেখা করবে বিজেপি৷
মহারাষ্ট্র ভোটে ১৮৮ আসনের মধ্যে ১০৫টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ বিজেপি৷ শিবসেনা পেয়েছে ৫৬টি আসন৷ সূত্রের খবর, সরকারে শিবসেনার ৫০-৫০ ভাগে রাজি বিজেপি৷ কিন্তু গোল বাঁধছে মুখ্যমন্ত্রী পদ নিয়ে৷ ওি পদেও শিবসেনা চাইছে ৫০-৫০৷ বিজেপি তা মানতে রাজি নয়৷ ইতিমধ্যে এনসিপি-র সঙ্গে কথা বলেছে শিবসেনা৷ যদিও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে দেখা করার পর এনসিপি প্রধান শারদ পাওয়ার জানিয়ে দিয়েছেন, তাঁরা শিবসেনার সঙ্গে জোটে রাজি নন৷ কংগ্রেসের সঙ্গে বিরোধী আসনেই থাকবেন৷ কংগ্রেস ও এনসিপি জোট দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবে মহারাষ্ট্রে৷