TRENDING:

Maha Kumbh Mela Stampede: মহাকুম্ভে মহাবিপত্তি ! মৌনী অমাবস্যায় স্নান করতে গিয়ে হুড়োহুড়ি, পদপিষ্টের ঘটনায় আহত বহু পুণ্যার্থী

Last Updated:

Maha Kumbh Mela Stampede: অমৃত স্নান ঘিরে বিপত্তি মহাকুম্ভে। মৌনী অমাবস্যায় ‘অমৃত স্নান’ ঘিরে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি শুরু হয়ে যায়। সেই ভিড়ে অনেকে পদপিষ্ট হয়েছেন বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রয়াগরাজ: মহাকুম্ভে ঘটল পদপিষ্টের ঘটনা। মৌনী অমাবস্যায় ‘অমৃত স্নান’ করার হুড়োহুড়ি তিন নদীর সঙ্গমে। তাতেই ঘটে বিপত্তি। ঘটনায় বহু পুণ্যার্থী আহত হন, অনেকে আবার ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন। বুধবার ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি ৷
মৌনী অমাবস্যায় স্নান করতে গিয়ে হুড়োহুড়ি
মৌনী অমাবস্যায় স্নান করতে গিয়ে হুড়োহুড়ি
advertisement

র‌্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রশাসন। তবে প্রশাসনের তরফে হতাহতের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। অমৃত স্নান বেশ কিছু সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আহতদের ভর্তি করা হয় মেলা প্রাঙ্গনের হাসপাতালেই। পদপিষ্টের ঘটনায় প্রায় ৩০ জন পুণ্যার্থী আহত হয়েছেন। বিপুল ভিড়ের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে দাবি করা হচ্ছে ৷

advertisement

আরও পড়ুন– মহাকুম্ভে এসে জ্ঞানচক্ষুর উদয়, সবচেয়ে সেরা চা কোথায় পাওয়া যায় ? বিদেশি বিজ্ঞানী কী জানালেন দেখুন

মৌনী অমাবস্যা উপলক্ষে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল প্রয়াগরাজে। বুধবার ত্রিবেণী সঙ্গমে ‘অমৃত স্নান’ করতে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন ঘাটে  জড়ো হন লক্ষ লক্ষ পুণ্যার্থীরা। মধ্যরাতে স্নানের সময় কোনও কারণে তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কয়েকটি ব্যারিকেড ভেঙে যায়। তার পরেই ছোটছুটি শুরু হয়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। তাতেই আহত হন বহু মানুষ।

advertisement

আরও পড়ুন– রাশিফল ২৯ জানুয়ারি: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শহরের উপকণ্ঠে যানবাহন ও মানুষ চলাচল বেশ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। মহাকুম্ভ মেলায় এদিন বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কারোর মৃত্যু হয়েছে কী না, তা নিশ্চিত করা হয়নি। মহাকুম্ভ মেলায় এদিন এত ভিড় ছিল যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাড়াহুড়োতে কিছুক্ষণের মধ্যেই ব্যারিকেড ভেঙে যায় এবং পদপিষ্টের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ৩০ জনের বেশি পূণ্যার্থীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতদের চিকিৎসা চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Maha Kumbh Mela Stampede: মহাকুম্ভে মহাবিপত্তি ! মৌনী অমাবস্যায় স্নান করতে গিয়ে হুড়োহুড়ি, পদপিষ্টের ঘটনায় আহত বহু পুণ্যার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল