কুম্ভমেলার এসএসপি রাজেশ দ্বিবেদী বলেন, ‘‘সোমবার বিকেলে এই ঘটনা ঘটে৷ আহত ৬ জনকেই ভর্তি করা হয়েছে এনআরএন হাসপাতালে৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে৷’’
আরও পড়ুন : মাথাজোড়া চকচকে টাকে জমকালো টিকলি পরে বিয়ে! পরচুলার পরোয়া না করে ভাইরাল নজরকাড়া কেশহীন কনে
advertisement
আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ২১ নম্বর সেক্টরে বাতাসের নিম্নচাপের জেরে আচমকাই উড়ন্ত অবস্থায় থাকা বেলুন নীচে নেমে আসে৷ এবং তার পরই বিস্ফোরণ হয়৷ এর আগে মৌনী অমাবস্যা তিথিতে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অমৃতস্নানে পদপিষ্ট হয়ে প্রাণ হারান কমপক্ষে ৩০ জন৷ গুরুতর আহত ৬০-এর বেশি৷ এছাড়া গত ১৯ জানুয়ারি কুম্ভমেলায় আগুন ছড়িয়েছিল। ১৯ নম্বর সেক্টরে গীতা প্রেসের তাঁবু জ্বলে উঠেছিল দাউদাউ করে। সেখান থেকে আশপাশের কিছু তাঁবুতেও আগুন ছড়ায়। ক্ষতিগ্রস্ত হয় ৫০টিরও বেশি তাঁবু। তাঁবুগুলির ভিতর থেকে পর পর সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া যাচ্ছিল।
