TRENDING:

Maha Kumbh 2025: Hot Air Balloon Explosion: প্রয়াগরাজে মহাকুম্ভে উড়ন্ত বেলুন নেমে আসার পর পরই বিস্ফোরণ! আহত ৬ পুণ্যার্থী

Last Updated:

Maha Kumbh 2025: Hot Air Balloon Explosion: তাঁদের প্রথমে নিয়ে যাওয়া হয় সেক্টর ২০-র সাব সেন্ট্রাল হাসপাতালে৷ পরে তাঁদের চিকিৎসা চলে এনআরএন হাসপাতালে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রয়াগরাজ: অগ্নিকাণ্ড, পদপিষ্ট পর্বের পর মহাকুম্ভে এ বার বেলুন দুর্ঘটনা৷ সোমবার বিকেলে প্রয়াগরাজে মেলাপ্রাঙ্গণের ২১ নম্বর সেক্টরে হট এয়ার বেলুন বিস্ফোরণে আহত হন অন্তত ৬ জন৷ আহতরা হলেন নিখিল (১৬), প্রদীপ (২৭), মায়াঙ্ক (৫০), ললিত (৩২), আমান (১৩) এবং ২০ বছর বয়সি এক অজ্ঞাতপরিচয় তরুণ৷ তাঁদের প্রথমে নিয়ে যাওয়া হয় সেক্টর ২০-র সাব সেন্ট্রাল হাসপাতালে৷ পরে তাঁদের চিকিৎসা চলে এনআরএন হাসপাতালে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

কুম্ভমেলার এসএসপি রাজেশ দ্বিবেদী বলেন, ‘‘সোমবার বিকেলে এই ঘটনা ঘটে৷ আহত ৬ জনকেই ভর্তি করা হয়েছে এনআরএন হাসপাতালে৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে৷’’

আরও পড়ুন : মাথাজোড়া চকচকে টাকে জমকালো টিকলি পরে বিয়ে! পরচুলার পরোয়া না করে ভাইরাল নজরকাড়া কেশহীন কনে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ২১ নম্বর সেক্টরে বাতাসের নিম্নচাপের জেরে আচমকাই উড়ন্ত অবস্থায় থাকা বেলুন নীচে নেমে আসে৷ এবং তার পরই বিস্ফোরণ হয়৷ এর আগে মৌনী অমাবস্যা তিথিতে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অমৃতস্নানে পদপিষ্ট হয়ে প্রাণ হারান কমপক্ষে ৩০ জন৷ গুরুতর আহত ৬০-এর বেশি৷ এছাড়া গত ১৯ জানুয়ারি কুম্ভমেলায় আগুন ছড়িয়েছিল। ১৯ নম্বর সেক্টরে গীতা প্রেসের তাঁবু জ্বলে উঠেছিল দাউদাউ করে। সেখান থেকে আশপাশের কিছু তাঁবুতেও আগুন ছড়ায়। ক্ষতিগ্রস্ত হয় ৫০টিরও বেশি তাঁবু। তাঁবুগুলির ভিতর থেকে পর পর সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া যাচ্ছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Maha Kumbh 2025: Hot Air Balloon Explosion: প্রয়াগরাজে মহাকুম্ভে উড়ন্ত বেলুন নেমে আসার পর পরই বিস্ফোরণ! আহত ৬ পুণ্যার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল