বুধবার ভোরে মহাবালেশ্বরের রায়গড়ে সাবিত্রী নদীর উপর ভেঙে পড়ে ব্রিটিশ আমলে তৈরি মুম্বই-গোয়া ন্যাশনাল হাইওয়ের সেতু ৷ জলের প্রবল তোড়ে নদী গর্ভে সেতুটি সহ তলিয়ে যায় রাজ্য পরিবহণ সংস্থার দুটি বাস ৷ তাতে প্রায় ২২ জন যাত্রী সওয়ার ছিলেন ৷
শুক্রবার রায়গড়ের জেলা কালেক্টর শীতল উগলে জানান, দুদিনের তল্লাশি শেষে ২২ জন নিখোঁজ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ এর মধ্যে ২১ জনের দেহের শনাক্তকরণ সম্ভব হয়েছে ৷
advertisement
ব্রিজ ভেঙে পড়ার খবর পেয়েই সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ বুধবার রাতের শেষে পাঁচজনের দেহ উদ্ধার করা সম্ভব হয় ৷ ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে নদীর পাড়ে দু’জন নিখোঁজ যাত্রীর দেহ উদ্ধার করে স্থানীয়রাই ৷ বাকিদের খোঁজে ২০টি নৌকোয় ১৬০ জন উপকূলরক্ষী বাহিনী, ১০০ জন জওয়ান, নৌ-সেনার ২৮ জন কম্যান্ডো উদ্ধারকাজে নামে ৷ বায়ুসেনার চেতক হেলিকপ্টারকেও নামানো হয় তল্লাশিতে ৷
তবে প্রশ্ন উঠেছে এতো পুরনো, বিপজ্জনক অবস্থায় থাকা সেতু দিয়ে কিভাবে তাতে যান চলাচলের অনুমতি দিয়েছিল প্রশাসন তা নিয়ে উঠেছে প্রশ্ন ৷ বৃহস্পতিবার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেস দিয়েছে মহারাষ্ট্র সরকার ৷