চলতি বছরের জুন মাসে ম্যাগিকে অতিরিক্ত সীসা ব্যবহারের অভিযোগে ব্যান করে ফাসাই ৷ এই ব্যানের জন্য ৪৫০ কোটি টাকা ক্ষতি হয় নেসলে ইন্ডিয়ার ৷ নষ্ট করা হয় তিরিশ হাজার টন ম্যাগি ৷ এমন ক্ষতিকর খাদ্য দ্রব্যের বিজ্ঞাপন করার জন্য নোটিশ পাঠানো হয় অমিতাভ বচ্চন, প্রীতি জিন্টা, মাধুরী দীক্ষিতের মতো বিখ্যাত তারকাদের ৷ বহু বিতর্কের পর দেশের বিভিন্ন সরকারি ল্যাবে পরীক্ষা করা হয় ম্যাগির স্যাম্পেল ৷ ল্যাবগুলির পরস্পর বিরোধী ফলাফলের পর প্রশ্ন ওঠে পরীক্ষার গুণমান নিয়ে ৷ অবশেষে কোর্টের হস্তক্ষেপে নির্দিষ্ট ল্যাবে পরীক্ষার পর গুণমানে উর্ত্তীণ হয় ম্যাগি ৷ কোর্টের রায়ে পুনরায় বিক্রি শুরু হয় জনপ্রিয় ‘টু মিনিটস নুডলস’-এর ৷
advertisement
নতুন করে আত্মপ্রকাশের প্রথম দিনই মাত্র পাঁচ মিনিটের মধ্যে একটি অনলাইন শপিং সাইটে ফুরিয়ে যায় ৬০ হাজার ম্যাগির স্টক ৷ সবথেকে কম সময়ের মধ্যে তৈরি হওয়া এই নুডলসের বিপুল চাহিদাকে মেটাতে সোমবার থেকে তাহিওয়াল ছাড়াও হিমাচল প্রদেশের অন্য দুটি প্ল্যান্টে এবং কর্ণাটক, পঞ্জাব, গোয়াতে শুরু হয়েছে ম্যাগির উৎপাদন ৷