পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর মদ্যপ অবস্থায় আক্রমণ করে ওই শিশুকে। পুলিশের দাবি, বেশ কয়েকবার শিশুটির মাথা দেওয়ালে ঠুকে দেয় সে। তার পর তার উপর নির্মম অত্যাচার চালায়। মাথার আঘাত ছাড়াও, বালিকার শরীর এবং গোপনাঙ্গে একাধিক আঘাত, কাটা, আঁচড় এবং কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে।
২ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পরও শিশুর অবস্থা সঙ্কটজনক। অচৈতন্য না হলেও নির্যাতনের পর থেকে সে সম্পূর্ণ বাকরুদ্ধ। একটা শব্দও উচ্চারণ করেনি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ৫ দিন আগে নির্যাতিত হয় সে। মধ্যপ্রদেশের শিবপুরীর বাসিন্দা ওই শিশু গত ২৩ ফেব্রুয়ারি নিখোঁজ হয়ে গিয়েছিল। সেদিনই ২ ঘণ্টা পর তাকে সংজ্ঞাহীন ও রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় পাড়ার একটি বাড়ির টেরেসে।
advertisement
আরও পড়ুন : আটায় ১ চিমটি দিলেই কেল্লাফতে! বেলার সময় ছড়িয়ে দিন ২-৪টে…‘বিশেষ’ রুটি খেয়েই কমান ব্লাড সুগার
নির্যাতিত শিশুর পরিবার দোষী কিশোরের ফাঁসির দাবি জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। এই নির্মম ঘটনায় কংগ্রেস এবং বিজেপি-দুই দলের নেতারাই ফাস্ট ট্র্যাক আদালতে বিচার চেয়েছেন। তাঁরাও ধর্ষকের ফাঁসির দাবি জানিয়েছেন। এই মর্মে জেলা প্রশাসনের কাছেও দ্বারস্থ হয়েছেন তাঁরা।