TRENDING:

Bridge Collapse: বোনের বিয়ে থেকে মোটরবাইকে ফেরার পথে সেতু ধসে মর্মান্তিক মৃত্যু দাদার, শোকস্তব্ধ পরিবার

Last Updated:

Bridge Collapse: এই দুর্ঘটনার পর সেতুটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে৷ নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ের তদন্তের৷ মধ্যপ্রদেশ সড়ক উন্নয়ন কর্পোরেশনের বরেলী বিভাগের ম্যানেজার এ এ খানকে সাসপেন্ড করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরেলী: বোনের বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দাদার৷ এই মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশের নয়াগাঁও অঞ্চলের৷ বরেলী-পিপারিয়া জাতীয় সড়কে সেতু ভেঙে মৃত্যু হল ৩৫ বছর বয়সি যুবক দেবেন্দ্র সিংহ ধকড়ের৷ সোমবার রাতে ভোপালের এইমস-এ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
বোনকে তাঁর শ্বশুরবাড়ির পথে রওনা করিয়ে নিজে আর ঘরে ফিরতে পারলেন না দেবেন্দ্র
বোনকে তাঁর শ্বশুরবাড়ির পথে রওনা করিয়ে নিজে আর ঘরে ফিরতে পারলেন না দেবেন্দ্র
advertisement

এই দুর্ঘটনার পর সেতুটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে৷ নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ের তদন্তের৷ মধ্যপ্রদেশ সড়ক উন্নয়ন কর্পোরেশনের বরেলী বিভাগের ম্যানেজার এ এ খানকে সাসপেন্ড করা হয়েছে৷ তৎকালীন ডিভিশনাল ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি তৈরি করে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে৷

advertisement

প্রসঙ্গত মেরামতির কাজ চলাকালীন সোমবার সকালে ধসে পড়ে নয়াগাঁও সেতু৷ সেই সময় দু’টি মোটরবাইক আরোহী সেতুর উপর দিয়ে যাচ্ছিল৷ এক মজুর-সহ ওই দুই বাইকের চার আরোহীর মৃত্যু হয় দুর্ঘটনায়৷ প্রথমে বরেলী সিভিল হাসপাতাল ও পরে ভোপাল এইমসে তাঁদের নিয়ে যাওয়া হয়৷ এইমসের চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন৷ দুর্ঘটনা থেকে কোনও মতে রক্ষা পান ৬ জন মজুর৷ কিন্তু একজন আটকে যান ধ্বংসস্তূপের মধ্যে৷

advertisement

আরও পড়ুন : স্ত্রী নিথর খাটে! স্বামী ঝুলন্ত সিলিং থেকে! দেওয়ালে লিপস্টিকে লেখা ‘বার্তা’! দম্পতির রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিলাসপুরে

প্রাক্তন সিআরপিএফ জওয়ান দেবেন্দ্র বর্তমানে নতুন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন৷ একদিন আগেই শিবানী গ্রামে তাঁর বোনের বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন৷ বোনকে তাঁর শ্বশুরবাড়ির পথে রওনা করিয়ে নিজে আর ঘরে ফিরতে পারলেন না দেবেন্দ্র৷ তাঁর স্ত্রী ভূমি রাজস্ব বিভাগের কর্মী৷ দেবেন্দ্রর অকালমৃত্যুতে তাঁর পরিবার শোকস্তব্ধ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বনগাঁর ব্যবসায়ীর তাক লাগানো বিজনেস আইডিয়া! চাকরি ছেড়ে বিক্রি করছেন 'সুবুদ্ধি'
আরও দেখুন

১৯৮০ সালে নির্মিত এই সেতু ঘিরে একাধিক ত্রুটি বিচ্যুতি সম্প্রতি সামনে আসে৷ রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগও উঠেছে অতীতে৷ এই দুর্ঘটনা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷

বাংলা খবর/ খবর/দেশ/
Bridge Collapse: বোনের বিয়ে থেকে মোটরবাইকে ফেরার পথে সেতু ধসে মর্মান্তিক মৃত্যু দাদার, শোকস্তব্ধ পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল