যদি জেতার ব্যাপারে আশাবাদী কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি জানিয়েছেন, মধ্যপ্রদেশে কংগ্রেস ১৩০টি আসন পেয়ে একক ভাবে সরকার গঠন করবে। রাজ্য বিজেপি সভাপতি ভিডি শর্মা বলেছেন, “আমি বিশ্বাস করি যে বিজেপি এই তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি আসন জিতবে এবং ইতিহাস তৈরি করবে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে উন্নয়ন হবে।”
advertisement
আরও পড়ুন, শুরু চার রাজ্যের ভোট গণনা, বিধানসভা নির্বাচনের লাইভ রেজাল্ট জেনে নিন
আরও পড়ুন, তেলঙ্গানায় জয়ের আশায় কংগ্রেস, জিতলে কৌশলী হিসাবে তারকা হবেন সুনীল
বিভিন্ন বুথফেরত সমীক্ষার যে ফলাফল সামনে এসেছে, তাতে বড় চমকের পূর্বাভাস মধ্যপ্রদেশে। কোনও সমীক্ষায় এগিয়ে কংগ্রেস ৷ আবার কোনও কোনও এক্সিট পোলের হিসেবে দেখা গিয়েছে কংগ্রেসের থেকে অনেকটাই এগিয়ে বিজেপি। বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকৃত ফলাফল নয়। এর সঙ্গে মূল ফলাফল মিলতে না-ও পারে৷
আবার অনেক সময়েই বুথ ফেরত সমীক্ষার সঙ্গে মিলে যায় নির্বাচনের আসল ফলাফল। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ২০২৩ এর নির্বাচনে বিজেপি পেতে পারে ১৪০-১৬২ টি আসন, কংগ্রেস ৬৮-৯০, বিএসপি ০-২ এবং অন্যান্য ০-১।