TRENDING:

Madhya Pradesh Election Result Updates: মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার পার বিজেপির, বেশ পিছিয়ে কংগ্রেস! জানুন এখনকার ট্রেন্ড

Last Updated:

MadhyaPradesh Election Result Updates: সকাল ১০ টা পর্যন্ত ট্রেন্ডে দেখা যায়, কংগ্রেস বেশ পিছিয়ে রয়েছে এই রাজ্যে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল: মধ্যপ্রদেশের বিধানসভার নির্বাচনের প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছে। ভোট ২৩০টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ১৫২টি আসনে। কংগ্রেস এগিয়ে ৭৬টি আসনে। অন্যান্য এগিয়ে ৩ টি আসনে। এদিন ভোটগণনার পোস্টাল ব্যালটে দেখা যায় বিজেপি বেশ এগিয়ে রয়েছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিজেপির সঙ্গে কংগ্রেসের ফারাক বাড়তে থাকে। সকাল ১০ টা পর্যন্ত ট্রেন্ডে দেখা যায়, কংগ্রেস বেশ পিছিয়ে রয়েছে এই রাজ্যে।
মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার পার বিজেপির
মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার পার বিজেপির
advertisement

যদি জেতার ব্যাপারে আশাবাদী কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি জানিয়েছেন, মধ্যপ্রদেশে কংগ্রেস ১৩০টি আসন পেয়ে একক ভাবে সরকার গঠন করবে। রাজ্য বিজেপি সভাপতি ভিডি শর্মা বলেছেন, “আমি বিশ্বাস করি যে বিজেপি এই তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি আসন জিতবে এবং ইতিহাস তৈরি করবে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে উন্নয়ন হবে।”

advertisement

আরও পড়ুন, শুরু চার রাজ্যের ভোট গণনা, বিধানসভা নির্বাচনের লাইভ রেজাল্ট জেনে নিন

আরও পড়ুন, তেলঙ্গানায় জয়ের আশায় কংগ্রেস, জিতলে কৌশলী হিসাবে তারকা হবেন সুনীল

বিভিন্ন বুথফেরত সমীক্ষার যে ফলাফল সামনে এসেছে, তাতে বড় চমকের পূর্বাভাস মধ্যপ্রদেশে। কোনও সমীক্ষায় এগিয়ে কংগ্রেস ৷ আবার কোনও কোনও এক্সিট পোলের হিসেবে দেখা গিয়েছে কংগ্রেসের থেকে অনেকটাই এগিয়ে বিজেপি। বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকৃত ফলাফল নয়। এর সঙ্গে মূল ফলাফল মিলতে না-ও পারে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আবার অনেক সময়েই বুথ ফেরত সমীক্ষার সঙ্গে মিলে যায় নির্বাচনের আসল ফলাফল। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ২০২৩ এর নির্বাচনে বিজেপি পেতে পারে ১৪০-১৬২ টি আসন, কংগ্রেস ৬৮-৯০, বিএসপি ০-২ এবং অন্যান্য ০-১।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Madhya Pradesh Election Result Updates: মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার পার বিজেপির, বেশ পিছিয়ে কংগ্রেস! জানুন এখনকার ট্রেন্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল