TRENDING:

লুধিয়ানা পুরসভায় জয়ী কংগ্রেস

Last Updated:

লুধিয়ানা পুরসভায় জয়ী কংগ্রেস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লুধিয়ানা: রাহুল গান্ধি কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফের ভোটে জয় কংগ্রেসের ৷ পঞ্জাবের বৃহত্তম পুরসভা ভোটে গেরুয়া বাহিনীকে হারিয়ে জয় ছিনিয়ে নিল হাত শিবির ৷ ৯৫ আসনের লুধিয়ানা পুরসভার ৬২ টি আসনেই জয়ী কংগ্রেস ৷ অন্যদিকে শিরমণি অকালি দলের সঙ্গে জোট বেঁধে বিজেপি ছিনিয়ে নিতে পেরেছে মাত্র ২২টি আসন ৷ বাকি ৮টি আসনে জয় পেয়েছে এলআইপি ও আপ জোট ৷
advertisement

৯৫ ওয়ার্ডের লুধিয়ানা পুরসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ৪৯৪ জন প্রার্থী ৷ এদিন সকাল থেকে পঞ্জাবের ৯টি গণনা কেন্দ্রে ১০৮টি টেবিলে শুরু হয় ভোট গণনার কাজ ৷ প্রথম রাউন্ডের গণনার পরই কংগ্রেসের বড় ব্যবধানে এগিয়ে আসার খবর পেয়েই কংগ্রেস সমর্থকেরা আবির খেলায় মেতে ওঠেন ৷ বেলা ১১টার মধ্যেই স্পষ্ট হয়ে যায় ফলাফল ৷ কংগ্রেস শিবির মেতে ওঠে জয়ের আনন্দে ৷ উল্লেখ্য, সম্প্রতি পঞ্জাবের জলন্ধর, অমৃতসর ও পাতিয়ালা নির্বাচনেও জিতেছে কংগ্রেস ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
লুধিয়ানা পুরসভায় জয়ী কংগ্রেস