“৫.২ মাত্রার ভূমিকম্প ঘটেছে ২০.৮.২০২২ তারিখে রাত্রি ১টা ১২ বেজে ৪৭ সেকেন্ডে, অক্ষাংশ: ২৮.০৭ এবং ৮১.২৫ দ্রাঘিমাংশ, গভীরতা: ৮২ কিমি, অবস্থান: উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের লখনউ থেকে ১৩৯ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব,” ট্যুইট করে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
আরও পড়ুন- হড়পা বানে ডুবল সেতু, ভাঙল রাস্তা! দেরাদুনে মেঘ ভেঙে ভয়াবহ দুর্যোগ
এর আগে, শুক্রবার হিমাচল প্রদেশের কিন্নর জেলায় ভূমিকম্প অনুভূত হয়। ৩.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পাহাড়ি এলাকা, জানিয়েছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
তবে কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি এবং কম্পনও ছিল মাঝারি তীব্রতার।
আরও পড়ুন- চুল্লিতে ঢোকানো থেকে হাড়গোড় বের করা, ৩৫০০ টাকা মাইনেতে পেট চালানোই দায় মহিলা ডোম টুম্পার!
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কিন্নর জেলায় ৫ কিমি গভীরে, জানিয়েছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। রাত ১২.০২-এ জেলা এবং এর আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।