TRENDING:

ইস্তফা দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ

Last Updated:

দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের পদত্যাগ ৷ বৃহস্পতিবার ইস্তফা দিলেন নাজিব জঙ্গ ৷ ২০১৩ সাল থেকে দায়িত্বে ছিলেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের পদত্যাগ ৷ বৃহস্পতিবার ইস্তফা দিলেন নাজিব জঙ্গ ৷ ২০১৩ সাল থেকে দায়িত্বে ছিলেন তিনি ৷ এই পদে থাকার সময়সীমা শেষ হতে বাকি ছিল আরও দেড় বছর ৷ কিন্তু তার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিন ৷ অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রশাসনিক কাজ নিয়ে তার সঙ্গে একাধিকবার মতবিরোধ দেখা দিয়েছে ৷
advertisement

নিজের পদত্যাগ পত্রে দিল্লির মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জঙ্গ ৷ পাশাপাশি দিল্লিবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন তাদের সমর্থন ও ভালোবাসার জন্য ৷ জঙ্গ দায়িত্বে থাকাকালীন দিল্লিতে একবছর রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল ৷ সেই সময় দিল্লির নাগরিকের সহযোগিতার কথাও উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন ৷ মানুষের সহযোগিতা ছাড়া রাজ্যের প্রশাসন চালানো অত্যন্ত কঠিন একটি বিষয় হয়ে উঠতে পারত ৷ তিনি আরও জানিয়েছেন, পদত্যাগের পর পড়ানোর পেশায় ফিরে যেতে চান তিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

বিজেপির মুখপাত্র আর পি সিং জানিয়েছেন, জঙ্গের পদত্যাগে প্রথমে একটু আশ্চর্য্য হয়েছিলেন ৷ কিন্তু এটা একেবারেই অপ্রত্যাশিত নয় কেজরিওয়ালের সঙ্গে তার মতভেদ ও মতবিরোধের কথা মাথায় রাখলে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ইস্তফা দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল