দল মহিলাবিরোধী মোদি সরকারের মুখোশ খুলে দিয়েছে। সকলকে মনে করিয়ে দিয়েছে, প্রত্যেক বিধানসভা এবং লোকসভা নির্বাচনের আগেই মোদি সরকার এভাবে জ্বালানি বা গ্যাসের দাম কমায়। এটা বিজেপির জমিদারদের প্রচার কর্মসূচি ছাড়া আর কিছুই নয়, কটাক্ষ তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের সাংসদরা ইতিমধ্যেই তুলে ধরেছেন, কীভাবে বিজেপির ভুল নীতি নির্ধারণের জন্য গত পাঁচবছরে মুদ্রাস্ফীতি আকাশ ছুঁয়েছে। তাঁরা আরও ব্যাখ্যা করেছেন, কীভাবে বিজেপির নির্বাচনী পরিকল্পনার জন্য গত সাতমাস ধরে সাধারণ পরিবারগুলির উপর অতিরিক্ত আর্থিক বোঝা চেপেছে।
advertisement
আরও পড়ুন: মহাশিবরাত্রির পুজোর সময় কতক্ষণ? শাস্ত্রমত জানুন, এমন শুভদিন বার বার আসে না!
এই প্রসঙ্গে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে বলেন, ‘গত বছরের রাখি বন্ধন উৎসবের দিন মোদি প্রথমে রান্নার গ্যাসের দাম খুবই সামান্য পরিমাণ কমান। আর আজ, আন্তর্জাতিক নারী দিবসের দিন, পুরো সাতমাস পর, আবার তিনি সেই একই পদক্ষেপ করলেন। মোদি সরকার যদি রান্নার গ্যাসের দাম কমাতে প্রকৃত অর্থে উদ্যোগী হত, তাহলে গত সাত মাস ধরে তারা কী করছিল?’
আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষও এই ঘোষণার সময় নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, “এই সময়, বিশ্বব্যাপী দাম কম থাকা সত্ত্বেও, মহিলা গ্রাহকরা এলপিজি সিলিন্ডারের চড়া দামের বোঝার নীচে হাঁসফাঁস করছিলেন এবং মোদি সরকার দাম কমানোর প্রয়োজন মনে করেনি। দেশের একজন প্রধানমন্ত্রী দরকার, আমাদের যা আছে তা হল একজন নির্বাচন মন্ত্রী।”
আবীর ঘোষাল