TRENDING:

Udaypur Hotel Room Meeting: ইনস্টাগ্রামে পরিচয়, হোটেলের ঘরে নৃশংস পরিণতি! উদয়পুরে ভয়ঙ্কর হল যুগলের শেষ সাক্ষাৎ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উদয়পুর: ইনস্টাগ্রামে পরিচয়৷ সেখান থেকে প্রেম৷ কিন্তু সেই সম্পর্কের নৃশংস পরিণতি ঘটল উদয়পুরের একটি হোটেলের ঘরে৷ হোটেলের ঘর থেকেই উদ্ধার হল ২২ বছর বয়সি এক তরুণীর রক্তাক্ত দেহ৷ ওই তরুণীর প্রেমিকই তাঁর মাথা দেওয়ালে ঠুকে ঠুকে হত্যা করেছেন বলে অভিযোগ৷
অভিযুক্ত বিজয় এবং তার প্রেমিকা নিকিতা৷
অভিযুক্ত বিজয় এবং তার প্রেমিকা নিকিতা৷
advertisement

২২ বছর বয়সি মৃত ওই তরুণীর নাম নিকিতা৷ তিনি উদয়পুরেরই রিকভদেওর বাসিন্দা৷ উদয়পুরের হোটেলের ঘর থেকে যখন তাঁর দেহ উদ্ধার হয়, রক্তে ভাসছিলেন তিনি৷

পুলিশ জানিয়েছে, ওই তরুণীর প্রেমিক বিজয় ভোই৷ প্রবল আক্রোশে বিজয় নিজের প্রেমিকার মাথা বার বার দেওয়ালে ঠুকতে থাকেন৷ নৃশংস এই আক্রমণের জেরেই মৃত্যু হয় ওই নিকিতার৷

advertisement

প্রেমিকাকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করে বিজয় নামে ওই যুবক৷ হাতের শিরা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে সে৷ কিন্তু যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজেই হাসপাতালে গিয়ে ভর্তি হয় সে৷

আরও পড়ুন: শুধু সোনম-রাজের প্রেম নয়, রাজা হত্যাকাণ্ডের কারণ আরও বড় কিছু? ইঙ্গিত মেঘালয়ের উপমুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, ইনস্টাগ্রামে বিজয়ের সঙ্গে নিকিতার পরিচয় হয়৷ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা৷ এই সম্পর্কের কথা জানতে পেরেই নিকিতার অন্যত্র বিয়ে ঠিক করে ফেলে তাঁর পরিবার৷ বাগদানও হয়ে যায় ওই তরুণীর৷ বিজয়ের সঙ্গে নিকিতার যোগাযোগও বন্ধ হয়ে যায়৷

advertisement

নিকিতার পরিবারের ধারণা ছিল, বিজয়ের প্রতি আর আসক্ত ছিলেন না নিকিতা৷ এর পরই ওই তরুণীকে ফের উদয়পুরে পড়াশোনার জন্য পাঠিয়ে দেয় তাঁর পরিবার৷ উদয়পুরে নিজের ভাইয়ের সঙ্গে ভাডা় বাড়িতে থাকতে শুরু করেন নিকিতা৷ বিজয়ও উদয়পুরেরই সেক্টর থ্রি-র বাসিন্দা৷ পেশায় নৃত্যশিল্পী বিজয় বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতেন৷ নিকিতার অন্যত্র বিয়ে ঠিক হয়েছে শুনেই ক্ষিপ্ত হয়ে উঠেছিল বিজয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সেই রাগ থেকেই শেষ বার দেখা করার অছিলায় নিকিতাকে উদয়পুরের একটি হোটেলে ডেকে পাঠায় বিজয়৷ হোটেলের ঘরে দু জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়৷ তখনই রাগের মাথায় নিকিতার মাথা বার বার দেওয়ালে ঠুকতে থাকে বিজয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর৷ এর পর নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করে বিজয়৷ কিন্তু যন্ত্রণা সহ্য করতে না পেরে হোটেলের ঘর বাইরে থেকে লক করে একটি হাসপাতালে গিয়ে ভর্তি হয় সে৷ পরের দিন হোটেলের ঘর থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার হয়৷ বিজয়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Udaypur Hotel Room Meeting: ইনস্টাগ্রামে পরিচয়, হোটেলের ঘরে নৃশংস পরিণতি! উদয়পুরে ভয়ঙ্কর হল যুগলের শেষ সাক্ষাৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল