TRENDING:

বাজপেয়ীর রাজকুমারী: এক অজানা প্রেমের গল্প

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:
advertisement

''আও ফির সে দিয়া জ্বালায়ে... ''

না, জ্বলল না দিয়া! দীর্ঘ দু'মাসের অনেক লড়াই, অনেক চেষ্টার পর নিভে গেল দ্বীপ! চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।

যতবারই বাজপেয়ীর প্রসঙ্গ ওঠে, মনের কোনও না কোনও কোণা থেকে একটা প্রশ্ন উঁকি মারেই--- জীবনে সব পেলেন, কোনও অপূর্ণতাই তো ছিল না! তাও কেন সারাটা জীবন একা থাকলেন অটল বিহারী বাজপেয়ী ? কোথায় সমস্যা ছিল, কোথায় ছিল বাঁধা?

advertisement

সাংবাদিক সম্মেলন হোক কী ঘরোয়া অনুষ্ঠান...বিজেপির প্রথম প্রধানমন্ত্রীকে বহুবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে! তিনি অপ্রস্তুত হননি! বরং প্রতিবারই, ঠোঁটে হালকা হাসি টেনে তিনি উত্তর দিয়েছেন, ' বড্ড ব্যস্ত যে! তাই বিয়েটা করা হল না!''

তবে, জীবনে প্রেম এসেছিল! তখন ৪০-এর দশক! গোয়ালিয়রের ভিক্টোরিয়া (এখন লক্ষীবাঈ কলেজ) কলেজের ছাত্র বাজপেয়ী! আলাপ হল সহপাঠী রাজকুমারী কওল-এর সঙ্গে! আলাপ থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে...

advertisement

যদিও বাজপেয়ী বা রাজকুমারী, কেউ-ই তাঁদের সম্পর্কের কোনও নাম দেননি, কিন্তু ঘনিষ্ঠরা জানতেন, কিছু সম্পর্কর কোনও নামের, কোনও ব্যখ্যার প্রয়োজন হয় না! তারা নিজের মাধুর্যেই অমর থেকে যায়!

দক্ষিণ ভারতের জনপ্রিয় সাংবাদিক গিরীশ নিকাম একটি সাক্ষাৎকারে বলেছিলেন--''তখনও অটলজি প্রধানমন্ত্রী হননি। ওঁর বাড়িতে ফোন করলে, মেসেজ রেকর্ড হয়ে থাকত! একবার আমি তখন ওঁর বাড়িতে ! একটা রেকর্ডেড মেসেজ শুনলাম, '' আমি মিসেস কওল, রাজকুমারী কওল, আমরা ৪০ বছরেরও বেশি সময় ধরে একে অন্যের বন্ধু!''

advertisement

'অটল বিহারী বাজপেয়ী: আ ম্যান অফ অল সিসনস'-এর লেখক কিংশুক নাগের লেখার পরতে পরতে ফুটে উঠেছে বাজপেয়ী ও মিসেস কওল-এর সস্পর্কর কথা! '' যে-সময়ে অটল বিহারী বাজপেয়ী আর রাজকুমারী কওল-এর আলাপ, সেই সময়ে আমাদের সমাজে ছেলে-মেয়ের বন্ধুত্বকে ভাল নজরে দেখা হত না! তাই, বেশিরভাগ ক্ষেত্রেই ভালবাসার কথা প্রকাশ পেত না! কিন্তু বরাবরের সাহসী অটল, তখনও বিপ্লব ঘটালেন! লাইব্রেরিতে একটা বইয়ের মধ্যে রেখে দিলেন রাজকুমারীর উদ্দেশ্যে লেখা একটি প্রেমপত্র। যদিও সেই চিঠির উত্তর মেলেনি! ''

advertisement

সময় চলল নিজের ছন্দে! কলেজ জীবন শেষ! মাঝখানে পেরিয়ে গেল অনেকগুলো বছর! ফের রাজকুমারীর সঙ্গে বাজপেয়ীর দেখা ! দিল্লিতে! কিন্তু তখন অনেককিছু বদলিয়ে গিয়েছে! রাজকুমারী তখন 'মিসেস কওল'! রামজাস কলজের ফিলোসফি বিভাগের প্রধান ও কলেজ হস্টেলের ওয়ার্ডেন প্রফেসর বি এন কওল -এর স্ত্রী, দুই সন্তান--নমীতা ও ননীর মা।

কিন্তু কিছু সম্পর্ক বাকিদের থেকে আলাদা! কিছু সম্পর্ক সামাজিক পরিণতির তোয়াক্কা করে না! কিছু সম্পর্ক সব স্বার্থের উর্ধ্বে! যেমনটা বাজপেয়ী, রাজকুমারীর সম্পর্ক! সেদিন বাজপেয়ীর প্রেমপত্রের উত্তর না দিলেও, জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর সঙ্গী ছিলেন কওল! বি এন কওল -এর মৃত্যুর পর তাঁর পরিবারের সমস্ত দায়িত্বও নেন বাজপেয়ী! মেয়ে নমীতাকে কন্যা হিসেবে দত্তকও নিয়েছিলেন।

চার বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে চলে গিয়েছেন রাজকুমারী! কোনও সন্ধ্যাবেলায়, ফোন বাজলে, বাজপেয়ী কি আস্ফুটে শুনতে পেতেন না  সেই গলার স্বর ...'মিসেস কওল বোল রহা হু'!

প্রতীক্ষার অবসান! চার বছর বাদে ফের দেখা হল দু'জনের ! যে প্রেমপত্র সেদিন সম্পূর্ণ করতে পারেননি রাজকুমারী, কে জানে সেই প্রেমপত্র বোধহয় এই চার বছরে রূপ পেয়েছে !

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বাজপেয়ীর রাজকুমারী: এক অজানা প্রেমের গল্প