কিন্তু অন্ধ্রপ্রদেশের বিভিন্ন শহরে ও মফঃস্বলে প্রায় ভোরবেলা থেকে লাইন পড়ল মদের দোকানে৷ সোশ্যাল মিডিয়ায় সেই সব ভিডিও ভাইরাল৷ এক একটি লাইন প্রায় ১ কিলোমিটারের বেশি৷ যার নির্যাস, সামাজিক দূরত্ব, করোনা, মহামারি সব ভুলে হুড়মুড়িয়ে মদ কেনার ভিড় সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হল৷
advertisement
কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী, মদের দোকানে ৫ জনের বেশি ক্রেতা লাইন দিতে পারবেন না৷ ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে৷ ৫টি সার্কেল এঁকে দেওয়া হবে মদের দোকানের সামনে৷ সেখানেই দাঁড়াতে হবে৷ কিন্তু বাস্তবে দেখা গেল, মদ কেনার দীর্ঘ লাইনে এ ওর গায়ে পড়ছে৷ পুলিশের লাঠি৷ চলছে বিস্তর ঠেলাঠেলি৷ মারপিট৷
লাঠি চার্জ করেও সেই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ৷ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা, গুন্টুর, বিশাখাপত্তনম, চিত্তোর, অনন্তপুর-সহ বিভিন্ন জেলায় একই পরিস্থিতি৷ মদের দোকানের এই ভিড় দেশে করোনা সংক্রমণের আশঙ্কাই বাড়াচ্ছে৷