TRENDING:

Lockdown| মদ কিনতে কিলোমিটার লম্বা লাইনে ঠেলাঠেলি-পুলিশের লাঠিচার্জ, দেখুন ভিডিও

Last Updated:

কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী, মদের দোকানে ৫ জনের বেশি ক্রেতা লাইন দিতে পারবেন না৷ ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে৷ ৫টি সার্কেল এঁকে দেওয়া হবে মদের দোকানের সামনে৷ সেখানেই দাঁড়াতে হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অমরাবতী: লকডাউনের জেরে গত দেড় মাস ধরে দেশজুড়ে বন্ধ মদের দোকান৷ মদ না-পেয়ে আত্মহত্যার ঘটনা নিতান্ত কম নয়৷ অন্ধ্রপ্রদেশ-সহ দক্ষিণের রাজ্যগুলিতে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটেছে৷ কেন্দ্রের গাইডলাইন মেনে আজ অর্থাত্‍ সোমবার মদের দোকান খুলতেই মদ কেনার জন্য কার্যত হুড়োহুড়ি পড়ল অন্ধ্রপ্রদেশে ৷ কেন্দ্রের নিয়ম অনুযায়ী, সকাল ১১টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মদের দোকান খোলা যাবে৷ ২৫ শতাংশ দামও বাড়ানো হয়েছে মদের, যাতে কম সংখ্যক মানুষ কেনেন৷
advertisement

কিন্তু অন্ধ্রপ্রদেশের বিভিন্ন শহরে ও মফঃস্বলে প্রায় ভোরবেলা থেকে লাইন পড়ল মদের দোকানে৷ সোশ্যাল মিডিয়ায় সেই সব ভিডিও ভাইরাল৷ এক একটি লাইন প্রায় ১ কিলোমিটারের বেশি৷ যার নির্যাস, সামাজিক দূরত্ব, করোনা, মহামারি সব ভুলে হুড়মুড়িয়ে মদ কেনার ভিড় সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হল৷

advertisement

কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী, মদের দোকানে ৫ জনের বেশি ক্রেতা লাইন দিতে পারবেন না৷ ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে৷ ৫টি সার্কেল এঁকে দেওয়া হবে মদের দোকানের সামনে৷ সেখানেই দাঁড়াতে হবে৷ কিন্তু বাস্তবে দেখা গেল, মদ কেনার দীর্ঘ লাইনে এ ওর গায়ে পড়ছে৷ পুলিশের লাঠি৷ চলছে বিস্তর ঠেলাঠেলি৷ মারপিট৷

লাঠি চার্জ করেও সেই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ৷ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা, গুন্টুর, বিশাখাপত্তনম, চিত্তোর, অনন্তপুর-সহ বিভিন্ন জেলায় একই পরিস্থিতি৷ মদের দোকানের এই ভিড় দেশে করোনা সংক্রমণের আশঙ্কাই বাড়াচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Lockdown| মদ কিনতে কিলোমিটার লম্বা লাইনে ঠেলাঠেলি-পুলিশের লাঠিচার্জ, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল