বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে একদিকে যখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে, পাশাপাশি, প্রধানমন্ত্রীও বাংলা সহ গোটা দেশের সব রাজ্যের সাংসদদের নিয়ে বৈঠক করতে শুরু করেছেন৷ বিষয়টি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।
আরও পড়ুন: সরলেন নন্দিনী! পর্যটন নিগমে এলেন বাবুলের ‘পছন্দের’ সায়ন্তিকা-ইন্দ্রনীল
advertisement
২৪-এর ভোটে বিজেপি-কে ক্ষমতাচ্যুত করতে সলতে পাকানোর কাজও শুরু করে দিয়েছে বিরোধীরা। পটনা এবং বেঙ্গালুরুতে বৈঠক করার পাশাপাশি বিজেপি বিরোধী জোট নিজেদের নামকরণ করেছে ‘ইন্ডিয়া’। এই প্রেক্ষাপটে এবার দলীয় সাংসদদের নিয়ে খোদ প্রধানমন্ত্রীর বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বৈঠক থেকে প্রধানমন্ত্রী সাংসদদের ঠিক কী বার্তা দেন সেদিকেই নজর এখন সবার।
বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটে সাংসদ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ থেকে শুরু করে বাংলার সমস্ত সাংসদদের ৩১ জুলাই প্রধানমন্ত্রীর বৈঠকে হাজির থাকার জন্য ইতিমধ্যেই দলীয় স্তরে বার্তা পাঠানো হয়েছে বলে বিশেষ সূত্রের খবর।