TRENDING:

Narendra Modi: লক্ষ্য লোকসভা! নরেন্দ্র মোদির মুখোমুখি বঙ্গ বিজেপি, সোমের মেগা বৈঠকে কী বার্তা?

Last Updated:

বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে একদিকে যখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে, পাশাপাশি, প্রধানমন্ত্রীও বাংলা সহ গোটা দেশের সব রাজ্যের সাংসদদের নিয়ে বৈঠক করতে শুরু করেছেন৷ বিষয়টি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পাখির চোখ ২৪। আর চব্বিশের লক্ষ্যকে সামনে রেখেই চলতি মাসের ৩১ জুলাই বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রী ছাড়াও অমিত শাহ, জে পি নাড্ডারও বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। গোটা দেশের সমস্ত রাজ্যের সাংসদদের সঙ্গেই প্রধানমন্ত্রী আলাদা আলাদা করে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এই বৈঠক ম্যারাথনের শুরু হচ্ছে ৩১ জুলাই থেকে। প্রথম দিনের বৈঠকে ডাক পেয়েছেন পশ্চিমবঙ্গের সাংসদেরা। পর্যায়ক্রমে বাকি রাজ্যের এনডিএ সাংসদদের সঙ্গেও প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে খবর।
advertisement

বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে একদিকে যখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে, পাশাপাশি, প্রধানমন্ত্রীও বাংলা সহ গোটা দেশের সব রাজ্যের সাংসদদের নিয়ে বৈঠক করতে শুরু করেছেন৷ বিষয়টি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।

আরও পড়ুন: সরলেন নন্দিনী! পর্যটন নিগমে এলেন বাবুলের ‘পছন্দের’ সায়ন্তিকা-ইন্দ্রনীল

advertisement

২৪-এর ভোটে বিজেপি-কে ক্ষমতাচ্যুত করতে সলতে পাকানোর কাজও শুরু করে দিয়েছে বিরোধীরা। পটনা এবং বেঙ্গালুরুতে বৈঠক করার পাশাপাশি বিজেপি বিরোধী জোট নিজেদের নামকরণ করেছে ‘ইন্ডিয়া’। এই প্রেক্ষাপটে এবার দলীয় সাংসদদের নিয়ে খোদ প্রধানমন্ত্রীর বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বৈঠক থেকে প্রধানমন্ত্রী সাংসদদের ঠিক কী বার্তা দেন সেদিকেই নজর এখন সবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটে সাংসদ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ থেকে শুরু করে বাংলার সমস্ত সাংসদদের ৩১ জুলাই প্রধানমন্ত্রীর বৈঠকে হাজির থাকার জন্য ইতিমধ্যেই দলীয় স্তরে বার্তা পাঠানো হয়েছে বলে বিশেষ সূত্রের খবর।

বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: লক্ষ্য লোকসভা! নরেন্দ্র মোদির মুখোমুখি বঙ্গ বিজেপি, সোমের মেগা বৈঠকে কী বার্তা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল