TRENDING:

Lok Sabha Election Result 2019 LIVE: অমেঠিতে পরাজয় ঘোষণার আগেই হার স্বীকার রাহুলের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এখনও চলছে গণনা ৷ ফল ঘোষণার আগেই সাংবাদিক সম্মেলনে এসে অমেঠি কেন্দ্রে নিজের পরাজয় স্বীকার করে নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ শুধু তাই নয় জয়ের জন্য কংগ্রেস প্রার্থী স্মৃতি ইরানিকে অভিনন্দনও জানান রাহুল ৷
advertisement

১৩টি রাউন্ড অর্থাৎ তিন লাখেরও বেশি ভোটের গণনা বাকি ৷ সেই পরিণাম আসার আগেই কংগ্রেসের গড় অমেঠিতে নিজেই নিজের পরাজয়ের খবর ঘোষণা করে দিলেন রাহুল গান্ধি ৷ কংগ্রেস সভাপতির এহেন বক্তব্যে হতভম্ব সকলে ৷ প্রশ্ন উঠছে দেশ জুড়ে কংগ্রেসের এমন ফলে হৃদয় ভঙ্গ কংগ্রেস সভাপতির ৷ সেই হতাশা থেকেই রাহুলের এমন উক্তি বলে মত বিশেষজ্ঞ মহলের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এই কেন্দ্র থেকে যখনই গান্ধি পরিবারের কোনও সদস্য দাঁড়িয়েছেন তখনই তারা জিতেছেন ৷ সেই মিথ চুরমার হতে চলেছে এদিন ৷ হারের সম্ভাবনা বাস্তব হওয়ার আগেই, গড় হারানোর হতাশায় আগেভাগেই প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করে দিলেন কংগ্রেস সভাপতি ৷ অমেঠিতে ১৭ রাউন্ডের পর এই মুহূর্তে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি রাহুলের চেয়ে ৩৮,৩৪৫ ভোটে এগিয়ে ৷ অমেঠির প্রেস্টিজ ফাইট হারলেও ওয়াইনাড থেকে বিপুল মার্জিনে জয়ী রাহুল গান্ধি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Lok Sabha Election Result 2019 LIVE: অমেঠিতে পরাজয় ঘোষণার আগেই হার স্বীকার রাহুলের