TRENDING:

Lok Sabha Election Result 2019 LIVE: অমেঠিতে পরাজয় ঘোষণার আগেই হার স্বীকার রাহুলের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এখনও চলছে গণনা ৷ ফল ঘোষণার আগেই সাংবাদিক সম্মেলনে এসে অমেঠি কেন্দ্রে নিজের পরাজয় স্বীকার করে নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ শুধু তাই নয় জয়ের জন্য কংগ্রেস প্রার্থী স্মৃতি ইরানিকে অভিনন্দনও জানান রাহুল ৷
advertisement

১৩টি রাউন্ড অর্থাৎ তিন লাখেরও বেশি ভোটের গণনা বাকি ৷ সেই পরিণাম আসার আগেই কংগ্রেসের গড় অমেঠিতে নিজেই নিজের পরাজয়ের খবর ঘোষণা করে দিলেন রাহুল গান্ধি ৷ কংগ্রেস সভাপতির এহেন বক্তব্যে হতভম্ব সকলে ৷ প্রশ্ন উঠছে দেশ জুড়ে কংগ্রেসের এমন ফলে হৃদয় ভঙ্গ কংগ্রেস সভাপতির ৷ সেই হতাশা থেকেই রাহুলের এমন উক্তি বলে মত বিশেষজ্ঞ মহলের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

এই কেন্দ্র থেকে যখনই গান্ধি পরিবারের কোনও সদস্য দাঁড়িয়েছেন তখনই তারা জিতেছেন ৷ সেই মিথ চুরমার হতে চলেছে এদিন ৷ হারের সম্ভাবনা বাস্তব হওয়ার আগেই, গড় হারানোর হতাশায় আগেভাগেই প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করে দিলেন কংগ্রেস সভাপতি ৷ অমেঠিতে ১৭ রাউন্ডের পর এই মুহূর্তে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি রাহুলের চেয়ে ৩৮,৩৪৫ ভোটে এগিয়ে ৷ অমেঠির প্রেস্টিজ ফাইট হারলেও ওয়াইনাড থেকে বিপুল মার্জিনে জয়ী রাহুল গান্ধি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Lok Sabha Election Result 2019 LIVE: অমেঠিতে পরাজয় ঘোষণার আগেই হার স্বীকার রাহুলের