TRENDING:

Lok Sabha Elections 2019: মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা আসন-রফা চূড়ান্ত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দোড়গোড়ায় লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনের আগে আসন-রফা চূড়ান্ত হল মহারাষ্ট্রে ৷ প্রায় সম-আসনেই লড়ছে বিজেপি এবং শিবেসেনা ৷
advertisement

সূত্রের খবর, মহারাষ্ট্রের মোট ৪৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২৫টিতে লড়বে বিজেপি ৷ শিবসেনা লড়বে ২৩টি আসনে ৷ দু’দলের সম্মতিতেই চূড়ান্ত হয়েছে আসন-রফা ৷

২০১৪-র লোকসভা নির্বাচনে শিবসেনা লড়েছিল ২২টি আসনে এবং বিজেপির দখলে ছিল ২৬টি আসন ৷

২০১৯-র লোকসভা নির্বাচনে আসন-রফা নিয়ে দু’দলের মধ্যে বৈঠক হয় ৷ সেই বৈঠকের পরই প্রকাশ্যে আসে এই তথ্য ৷ জানা গিয়েছে, পালাঘর লোকসভা কেন্দ্র থেকে আসন্ন নির্বাচনে কোনও প্রার্থী দেবে না বিজেপি ৷ ওই আসনে এবার লড়বে এবার শিবসেনা ৷ দু’পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ৷

advertisement

লোকসভার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যেও আসন রফা চূড়ান্ত করেছে দু’পক্ষ ৷ চলতি বছরের শেষের দিকে সম্ভবত হতে চলেছে বিধানসভা নির্বাচন ৷ তবে, লোকসভার আসন-রফার সঙ্গে সঙ্গেই চূড়ান্ত হল বিধানসভা নির্বাচনের আসন ভাগাভাগি ৷ ২৮৮টি আসনের মধ্যে বিজেপি লড়বে ১৪৫টি আসনে ৷ শিবসেনা লড়বে ১৪৩টি আসনে ৷ কানাঘুঁষো শোনা যাচ্ছে, দু’দলের মধ্যে একটি বিশেষ চুক্তিও সাক্ষরিত হয়েছে ৷ সেই চুক্তি অনুযায়ী, বিজেপির জেতা বেশ কয়েকটি আসনে এবার গেরুয়া শিবিরের বদলে প্রার্থী দেবে শিবসেনা ৷  যদিও দলের তরফে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি ৷

advertisement

দেখুন--->

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Lok Sabha Elections 2019: মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা আসন-রফা চূড়ান্ত