শীতকালীন অধিবেশনে মহুয়া মৈত্রের বহিষ্কার প্রস্তাব সহ একাধিক ইস্যুতে যে বিরোধীরা এককাট্টা হবে, তা আগে থেকেই জানা ছিল৷ এ দিন অধিবেশন শুরু হতেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা৷ অধ্যক্ষ ওম বিড়লাও ক্ষুব্ধ হয়ে জানিয়ে দেন, সংসদের নতুন ভবনে এসব চলবে না৷ প্ল্যাকার্ড হাতে এ ভাবে বিক্ষোভ আমি বরদাস্ত করব না৷ আপনারা অধিবেশন চালাতে না দিলে দেবেন না৷ এর পরেই বেলা ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন অধ্যক্ষ৷
advertisement
আরও পড়ুন: আজই কি ‘সদস্য’ পদে কোপ? মহুয়া ইস্যুতে সরগরম হতে পারে লোকসভার শীত অধিবেশন
গতকালই তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি৷ এ দিন শীতকালীন অধিবেশন শুরুর আগেই প্রথা মেনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিবাচক মনোভাব নিয়ে সংসদে আসুন৷ আমরা দশ পা এগোলে আপনারা বারো পা এগোন৷ কিন্তু সংসদে আলোচনা করতে দিন৷ সবার ভবিষ্যৎই উজ্জ্বল৷ এই নেতিবাচক রাজনীতির ফলে দেশবাসীর মনে যে ক্ষোভ তৈরি হয়েছে, কে বলতে পারে তা হয়তো ভালবাসায় বদলে যেতে পারে৷ ফলে বিরোধীদের সামনেও এটা একটা দারুণ সুযোগ৷’
তবে বিরোধীদের খোঁচা দিতেও ছাড়েননি প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদি বলেন, ‘পরাজয়ের রাগ সংসদে এসে উগরে দেবেন না৷ নেতিবাচক রাজনীতি থেকে সরে আসুন৷ শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করবেন না৷ নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিজেদের মনোভাব বদলে ফেলুন৷’
মহুয়া মৈত্রের বহিষ্কার সহ একাধিক প্রস্তাবিত বিল নিয়ে শীতকালীন অধিবেশনও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল৷ শীতকালীন অধিবেশনের প্রথম দিনই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ হওয়ার কথা৷ এ ছাড়াও ভারতীয় দণ্ড সংহিতা সহ প্রায় ১৮টি বিল পেশ হওয়ার কথা সংসদে৷