TRENDING:

উত্তরপ্রদেশে ফের চরম আতঙ্ক, পালে পালে পঙ্গপালের হানার আশঙ্কায় প্রহর গুনছেন চাষীরা, দেখুন ভিডিও

Last Updated:

পালে পালে পঙ্গপালের হানা, আতঙ্কের প্রহর গুনছেন সকলেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ:  করোনা অতিমারী যেমন স্বস্তি দিচ্ছেনা তেমনিই যোগীরাজ্যে ফের আতঙ্কের মাত্রা কয়েকগুণ বেড়ে গেল পঙ্গপাল হানার জেরে ৷ রাজস্থান-মধ্যপ্রদেশের পর এবার এই পঙ্গপালেরা হানা দিল উত্তরপ্রদেশ বা প্রয়াগরাজে ৷ মিনিটে ক্ষেতের ফসল সাফ করে দেওয়া এই পতঙ্গদের দলকে দেখামাত্রই আতঙ্ক চরমে ৷ উত্তরপ্রদেশ সরকার এই পতঙ্গহানার খবর জানামাত্রই উত্তরপ্রদেশ সরকার পদক্ষেপ নিয়েছে ৷ কৃষি মন্ত্রককে জানানোর পরেই ডিসাস্টার রিলিফ দল তৈরি করা হয়েছে ৷
advertisement

এই বিশেষ দলে উপ কৃষি নির্দেশক অধ্যক্ষ রয়েছেন ৷ এছাড়াও দুই জন নির্দেশক সদস্য ও সচিবও রয়েছেন ৷ এই ডিসাস্টার ম্যানেজেমেন্ট দল পুরো প্রদেশের ওপর নজর রাখবেন ৷

কৃষির বিশেষ  সচিব দেবেশ চতুর্বেদী এই বিষয়ে সমস্ত জেলাধারিকারিকদের চিঠি লিখেছেন ৷ এই এই পতঙ্গের আক্রমণ থেকে বাঁচতে বিভিন্ন দল তৈরির নির্দেশে দেওয়া হয়েছে বিভিন্ন জনপদের আধিকারিকদের ৷

advertisement

বিহারে জারি হয়েছে অ্যালার্ট ৷উত্তরপ্রদেশে আবার মারণ কীটদের হানার ফলে সর্তকতা জারি হয়েছে ৷ রাতেই কৃষিবিভাগের উত্তরাধিকারীদের বিভিন্ন গ্রামে যেতে বলা হয়েছে ৷ পুরো রাজ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

এদিকে রোহতাসের কৃষি বিভাগে এই মারণ পতঙ্গদের আক্রমণের পর পুরো রাজ্যেই জারি হয়েছে সতর্কতা ৷ কৃষিমন্ত্রী জানিয়েছেন বিহারের রোহতাস জেলার খেরা গ্রামের আশেপাশে হানা দিয়েছে পঙ্গপালের বড় দল ৷ জেলা প্রশাসন জানিয়েছেন তাঁদের প্রত্যেক কর্মচারী পুরোপুরি সতর্ক রয়েছেন ৷ তাঁরা কৃষকদের নিয়মিত ট্রেনিং দেওয়া শুরু করেছে ৷ এর আশপাশে সীমান্ত এলাকার জেলাগুলিতেও অ্যালার্ট জারি করা হয়েছে ৷ স্থানীয় কৃষকরা এই বিষয়ে প্রশিক্ষণ পেয়ে নিজেরাও এই পতঙ্গের আক্রমণ আটকাতে পারবেন ৷ স্থানীয় কর্মচারী ও পদাধিকারীরা রাতের মধ্যেই বিভিন্ন জেলায় পৌঁছে যাবে- এমনটাই নির্দেশ দিয়েছে প্রশাসন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশে ফের চরম আতঙ্ক, পালে পালে পঙ্গপালের হানার আশঙ্কায় প্রহর গুনছেন চাষীরা, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল