এই বিশেষ দলে উপ কৃষি নির্দেশক অধ্যক্ষ রয়েছেন ৷ এছাড়াও দুই জন নির্দেশক সদস্য ও সচিবও রয়েছেন ৷ এই ডিসাস্টার ম্যানেজেমেন্ট দল পুরো প্রদেশের ওপর নজর রাখবেন ৷
কৃষির বিশেষ সচিব দেবেশ চতুর্বেদী এই বিষয়ে সমস্ত জেলাধারিকারিকদের চিঠি লিখেছেন ৷ এই এই পতঙ্গের আক্রমণ থেকে বাঁচতে বিভিন্ন দল তৈরির নির্দেশে দেওয়া হয়েছে বিভিন্ন জনপদের আধিকারিকদের ৷
advertisement
বিহারে জারি হয়েছে অ্যালার্ট ৷উত্তরপ্রদেশে আবার মারণ কীটদের হানার ফলে সর্তকতা জারি হয়েছে ৷ রাতেই কৃষিবিভাগের উত্তরাধিকারীদের বিভিন্ন গ্রামে যেতে বলা হয়েছে ৷ পুরো রাজ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷
এদিকে রোহতাসের কৃষি বিভাগে এই মারণ পতঙ্গদের আক্রমণের পর পুরো রাজ্যেই জারি হয়েছে সতর্কতা ৷ কৃষিমন্ত্রী জানিয়েছেন বিহারের রোহতাস জেলার খেরা গ্রামের আশেপাশে হানা দিয়েছে পঙ্গপালের বড় দল ৷ জেলা প্রশাসন জানিয়েছেন তাঁদের প্রত্যেক কর্মচারী পুরোপুরি সতর্ক রয়েছেন ৷ তাঁরা কৃষকদের নিয়মিত ট্রেনিং দেওয়া শুরু করেছে ৷ এর আশপাশে সীমান্ত এলাকার জেলাগুলিতেও অ্যালার্ট জারি করা হয়েছে ৷ স্থানীয় কৃষকরা এই বিষয়ে প্রশিক্ষণ পেয়ে নিজেরাও এই পতঙ্গের আক্রমণ আটকাতে পারবেন ৷ স্থানীয় কর্মচারী ও পদাধিকারীরা রাতের মধ্যেই বিভিন্ন জেলায় পৌঁছে যাবে- এমনটাই নির্দেশ দিয়েছে প্রশাসন ৷