কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর যে রিপোর্ট দিয়েছে তাতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংকেত স্পষ্ট। গত ২৪ ঘন্টায় ৩৯ হাজার ৭২৬ সংক্রমণের নতুন কেস উঠে এসেছে। এর আগে গত বছর ২৯ নভেম্বর একদিনে ৪১ হাজার ৮১০ সংক্রমনের নতুন কেস সামনে এসেছিল। দেশে এখন করোনা সংক্রমনের মোট সংখ্যা এক কোটি ১৫ লাখ ১৪ হাজার। প্রায় এক লাখ ৬০ হাজার মানুষ ইতিমধ্যে মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
advertisement
এদিন উদ্ভব ঠাকরে বলেছেন, গত বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর আমাদের হাতে লড়াই করার কোনো অস্ত্র ছিল না। তবে এখন অন্তত আমাদের হাতে ভ্যাকসিন রয়েছে। আর তাই এবার টীকাকরণের উপর সবথেকে বেশি জোর দেওয়া উচিত। মানুষকে এগিয়ে আসতে হবে। ভ্যাকসিন নিতে হবে। এছাড়া করোনা বিধি পালন করে চলতে হবে। উল্লেখ্য,কেন্দ্রের তরফে জানানো হয়েছিল ভ্যাকসিনের কম পড়েনি দেশে। বিভিন্ন দেশে পাঠিয়েও ভারতের হাতে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন ডোজ রয়েছে। এমনকী ভ্যাকসিন নেওয়ার পর কোনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে না বলেও দাবি করেছে কেন্দ্র।