TRENDING:

Punjab: মুখ্য়মন্ত্রীর বাড়ির কাছেই পড়ে তাজা বোমার শেল! তুমুল চাঞ্চল্য় পঞ্জাবে

Last Updated:

বোমার শেলটি উদ্ধার হওয়ার পরই মুখ্য়মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এডিজিপি পদমর্যাদার এক পুলিশ কর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ভগবন্ত সিং মানের বাসভবনের খুব কাছে উদ্ধার হল একটি তাজা বোমের শেল। সোমবার বিকেলে চণ্ডীগড়ে কনসল থেকে নয়াগাওগামী রাস্তায় উদ্ধার হয় সেলটি। যেখানে বোমার শেল উদ্ধার হয়েছে, সেই জায়গাটির থেকে মুখ্য়মন্ত্রীর সরকারি বাসভবনের দূরত্ব মাত্র দু' কিলোমিটার। হরিয়ানার মুখ্য়মন্ত্রী মনোহর লাল খট্টর যে হেলিপ্য়াড ব্য়বহার করেন, সেটিও ভগবন্ত মানের বাসভবনের খুবই কাছে।
পঞ্জাবে উদ্ধর হওয়া বোমার শেল।
পঞ্জাবে উদ্ধর হওয়া বোমার শেল।
advertisement

বোমার শেলটি উদ্ধার হওয়ার পরই মুখ্য়মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এডিজিপি পদমর্যাদার এক পুলিশ কর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁর অবশ্য় দাবি, যে জায়গায় বোমার শেল উদ্ধার হয়েছে সেখান থেকে মুখ্য়মন্ত্রীর বাসভবনের দূরত্ব অনেকটাই। তাছাড়া এর আগেও এই ধরনের শেল উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: যুবতীর নগ্ন শরীর গাড়িতে ১০ কিমি হেঁচড়ে নিল পাঁচ যুবক! দিল্লির ঘটনায় গ্রেফতার ৫

advertisement

পঞ্জাবের অন্য়ান্য় পুলিশ কর্তাদেরও দাবি, ভগবন্ত মান বা হরিয়ানার মুখ্য়মন্ত্রী মনোহর লাল খট্টরের বাসভবনকে নিশানা করা হয়েছিল, এমন ভাবার কারণ নেই। ঘটনাস্থলে কোনও ডিটোনেটরও পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে মনে করা হয়েছ, এটি কোনও কামানের গোলা হতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বোমার শেল পড়ে থাকার খবর পায় পঞ্জাব পুলিশের কন্ট্রোল রুম। এর পরেই তৎপরতা শুরু হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Punjab: মুখ্য়মন্ত্রীর বাড়ির কাছেই পড়ে তাজা বোমার শেল! তুমুল চাঞ্চল্য় পঞ্জাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল