এফআইআর-এ ওই দোকানের মালিক জানিয়েছেন, মদের দোকান খুব কম সময়ের জন্য খুলবে৷ এটা কোনও ভাবে রটে যায়৷ সেই গুজবে মদের দোকানের সামনে দীর্ঘ লাইন পড়ে৷ অনেক ক্ষণ ধরে দোকান বন্ধ থাকায়, সবাই দোকান ভেঙে মদ লুঠ করে নিয়েছে৷ দেড় লক্ষ টাকার মদ নিয়ে পালায়৷
করোনা ভাইরাস একের পর এক মানুষকে মারছে গোটা বিশ্বে৷ করোনা রুখতে চলছে লকডাউন৷ কিন্তু এই লকডাউনের মধ্যেই আরও একটি আশঙ্কা ক্রমেই গ্রাস করছে দেশে৷ তা হল, মদের নেশার তাড়নায় মৃত্যু৷ ইতিমধ্যেই যা কেরলে ভয়াবহ আকার নিয়েছে৷ মদ না পেয়ে আত্মহত্যা করেছেন ৯ জন৷ বহু মানুষ অসুস্থও হয়ে পড়ছেন নেশার তাড়নায়৷
দেশজুড়ে লকডাউনে মদ মিলছে না বহু জায়গায়৷ ফলে মদের নেশা মিটছে না অনেকের৷ মদের নেশায় বিষাক্ত স্পিরিট খেয়েও মৃত্যুর ঘটনা ঘটেছে৷ মদ না পেয়ে আত্মহত্যা রুখতে কেরল সরকার পারচি সিস্টেম নামে একটি সিস্টেম চালু করেছে৷ এই সিস্টেমে ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে মদ কেনা যাবে৷ মদের নেশায় অবসাদ ও আত্মহত্যা রুখতে সরকারি পদক্ষেপ৷
কেরলে লকডাউন শুরুর ১০০ ঘণ্টার মধ্যেই মদ না পেয়ে ৭ জন আত্মহত্যা করে৷ কায়ামকুলামে নৌসদ নামে এক ব্যক্তি মদ না পেয়ে শেভিং লোশন খেয়ে ফেলেছেন৷ মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর৷ রবিবার কোল্লামে এক ব্যক্তি মদের বোতল খুঁজে না পাওয়ায় হার্ট অ্যাটাক হয়েছে৷ তাঁর মুরলীধরন আচারি৷ তেলঙ্গানায় মদ না পেয়ে ১০ জন মারা গিয়েছেন৷