TRENDING:

Lion: নন্দনকাননে ভয়ঙ্কর কাণ্ড, গর্তে পড়ে গেল পর্যটক-বোঝাই বাস, ঘিরে ধরল সিংহের দল, তারপরের ঘটনায় শিউরে উঠবেন

Last Updated:

লায়ন সাফারির সময় পর্যটক বোঝাই বাসটি পড়ে যায় গর্তে, নিমেষে ঘিরে ধরে সিংহের দল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভুবনেশ্বর: সিংহ-দর্শন করতে গিয়ে আত্মারাম খাঁচাছাড়া অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়লেন বাস-বোঝাই পর্যটক। শনিবার বিকেলে ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানায় ৩০ জন যাত্রীকে নিয়ে ‘লায়ন সাফারি’তে বেরিয়েছিল একটি বাস। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গর্তে পড়ে যায় বাসটি। প্রায় দেড় ঘণ্টা ওই অবস্থাতেই ছিল বাসটি। জানা যায়, সেই সময় সিংহের দল ঘিরে ফেলে গোটা বাস। ঘুরপাক খেতে থাকে বাসের চারধারে! তাদের মুহুর্মুহ হুঙ্কারে আতঙ্কে কাঁটা হয়ে যান পর্যটকের দল।
advertisement

বাসটি গর্তে পড়ে যাওয়ার সঙ্গেই সঙ্গেই নন্দনকানন চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে খবর যায়। তড়িঘড়ি তারা সিংহের দলকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়। তারপরই উদ্ধার করা যায় পর্যটকদের। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বাসে আটকে ছিলেন তাঁরা। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ভুবনেশ্বরের কাছে নন্দনকানন চিড়িয়াখানায় ‘লায়ন সাফারি’ পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। সেখানেই এহেন ভয়ঙ্কর ঘটনা! স্বাভাবিকভাবেই চিড়িয়াখানার নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Lion: নন্দনকাননে ভয়ঙ্কর কাণ্ড, গর্তে পড়ে গেল পর্যটক-বোঝাই বাস, ঘিরে ধরল সিংহের দল, তারপরের ঘটনায় শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল