TRENDING:

Lightning Strike: ওড়িশায় ভয়ঙ্কর ঘটনা! বজ্রপাতে মৃত ৯! আশঙ্কা কাটছে না এখনই

Last Updated:

মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, শনিবার প্রবল ব্জ্রপাতের ফলে ময়ূরভঞ্জ থেকে দুজন, বালাসোর থেকে দুজন এবং ভদ্রক জেলা থেকে দুজন মোট ছয় জন এবং কেওনঝড়, ধেনকেনাল এবং গঞ্জাম এলাকা থেকে এক জন করে মোট তিন জন সব মিলিয়ে মোট ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভুবনেশ্বর: ঝড়-বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত পড়শি রাজ্য ওড়িশায়। শনিবার, ইতিমধ্যেই ব্জ্রপাতে ৯ জন মারা গিয়েছেন, আহত হয়েছেন ১২ জন। এই বিপর্যয়ের মধ্যে পদক্ষেপ করেছে স্থানীয় প্রশাসন। এলাকার মানুষদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে ওড়িশা সরকার।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, শনিবার প্রবল ব্জ্রপাতের ফলে ময়ূরভঞ্জ থেকে দুজন, বালাসোর থেকে দুজন এবং ভদ্রক জেলা থেকে দুজন মোট ছয় জন এবং কেওনঝড়, ধেনকেনাল এবং গঞ্জাম এলাকা থেকে এক জন করে মোট তিন জন সব মিলিয়ে মোট ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: সেই রাত সাড়ে ৩টে, মদ খেয়ে মহিলা চিকিৎসককে শারীরিক হেনস্থা রোগী-সহ পরিবারের!

advertisement

ইতিমধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগে মৃতদের প্রতি শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন তিনি। এছাড়াও আহতদের সরকারের তরফ থেকে চিকিৎসার কথাও জানান।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সূত্রের খবর, বরাগড় জেলার মুনুপল্লি গ্রামের বারপালি ব্লকে মাঠে কাজ করার সময় ব্জ্রপাতে মোট ১২ জন জখম হন। তাঁদের মধ্যে চার জন্যের অবস্থা মারাত্মক বলে জানানো হয়। প্রত্যেকেই হাসপাতালেই ভর্তি করানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Lightning Strike: ওড়িশায় ভয়ঙ্কর ঘটনা! বজ্রপাতে মৃত ৯! আশঙ্কা কাটছে না এখনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল