মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, শনিবার প্রবল ব্জ্রপাতের ফলে ময়ূরভঞ্জ থেকে দুজন, বালাসোর থেকে দুজন এবং ভদ্রক জেলা থেকে দুজন মোট ছয় জন এবং কেওনঝড়, ধেনকেনাল এবং গঞ্জাম এলাকা থেকে এক জন করে মোট তিন জন সব মিলিয়ে মোট ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: সেই রাত সাড়ে ৩টে, মদ খেয়ে মহিলা চিকিৎসককে শারীরিক হেনস্থা রোগী-সহ পরিবারের!
advertisement
ইতিমধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগে মৃতদের প্রতি শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন তিনি। এছাড়াও আহতদের সরকারের তরফ থেকে চিকিৎসার কথাও জানান।
সূত্রের খবর, বরাগড় জেলার মুনুপল্লি গ্রামের বারপালি ব্লকে মাঠে কাজ করার সময় ব্জ্রপাতে মোট ১২ জন জখম হন। তাঁদের মধ্যে চার জন্যের অবস্থা মারাত্মক বলে জানানো হয়। প্রত্যেকেই হাসপাতালেই ভর্তি করানো হয়েছে।