শনিবার উত্তরাখণ্ডের নৈনিতালে এক ভয়ানক ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে একেবারে ঘনজনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ছে একটা আস্ত লেপার্ড। তারপর সেটি শিকার হিসাবে ধরে নিয়ে যাচ্ছে বাড়ির একটি পোষা কুকুরকে। একেবারে শিকারের কায়দায় টুটি টিপে ধরে নিয়ে যায় বাড়ির পোষা কুকুরকে।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, আগে মানুষের গন্ধ পেলে, বা জনবসতি দেখলে বন্য লেপার্ড প্রবেশ করত না। এখন একেবারে লোকালয়ে ঢুকে এরা তাণ্ডব চালাতে শুরু করেছে। এমন চলতে থাকলে এরা কয়েকদিন বাদে মানুষের উপরও তো হামলা করবে! এই নিয়ে ১৫ দিনের মধ্যে দু’বার একই ঘটনা ঘটেছে ওই এলাকায়। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীরা জানিয়েছেন, শেষ যখন এমন ঘটনা ঘটেছিল, তখন তাঁরা ঘটনাটি নিজের চোখে দেখতে পাননি। কিন্তু এবার তাঁরা দেখেছেন, কী ভয়ানক ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, জঙ্গল ক্রমে ছোট হয়ে যাচ্ছে, আর সেই কারণেই খাবারের সন্ধানে প্রানীরা বসতিতে ঢুকে পড়ছে। তাঁদের দাবি, বন দফতরকেই এবার সমস্যা মেটাতে উদ্যোগী হতে হবে।