TRENDING:

আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী, জটিলতা এড়াতে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত: বিজয় রূপানি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: আহমেদাবাদ শহরের নাম বদলে হতে পারে কর্ণাবতী ! আর সেই নাম পরিবর্তনের প্রস্তুতি একেবারে তুঙ্গে ৷ নেওয়া হবে আইনি পদক্ষেপ ৷ এমনটাই জানালেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ৷
advertisement

বুধবার সকালে গান্ধীনগরের পঞ্চদেব মন্দিরে যান বিজয় রূপানি ৷ সেখানেই রূপানি জানান, ‘খুব শীঘ্রই এলাহাবাদের নাম পরিবর্তন করে কর্ণাবতী করা হবে ৷ আইনি জটিলতা-সহ যেকোনও সমস্যা এড়াতে নেওয়া হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷’

প্রসঙ্গত, এই প্রথম নয় ৷ কিছুদিন আগেই এলাহাবাদের নাম বদলে হয়েছিল প্রয়াগরাজ ৷ এবার সেই একই পথের শরিক আহমেদাবাদও ৷ এই ঐতিহাসিক শহরের নয়া নাম হতে পারে কর্ণাবতী ৷ নেপথ্যে বিজেপি সরকার ৷

advertisement

গান্ধিনগরে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে রাজ্যের উপমুখ্যমন্ত্রী নিতীন প্যাটেল বলেন, ‘যদি আইনি সমস্যা না থাকে ৷ তাহলে আহমেদাবাদের নাম বদলে দেওয়া হবে ৷ তবে, এক্ষেত্রে রাজ্যের মানুষের সহযোগিতাও প্রয়োজন ৷ মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন ৷ তাহলে খুব শীঘ্রই বদলে দেওয়া হবে শহরের নাম ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আশাবল ৷ ইতিহাসের পাতায় যদি চোখ রাখা যায় ৷ তাহলে আহমেদাবাদ শহরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে এই নামটি ৷ একাদশ শতকে এই শহরেরই নাম ছিল আশাবল ৷ এরপর কর্ণর সঙ্গে আশাবলের রাজার যুদ্ধ বাঁধে ৷ সেই যুদ্ধে আশাবলের রাজাকে হারিয়ে খেতাব জেতে কর্ণ ৷ এরপর সবরীমতী নদীর তীরে শহরের নাম দেন আহমেদাবাদ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী, জটিলতা এড়াতে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত: বিজয় রূপানি