TRENDING:

‘বিজেপি বাংলা ও বাঙালিবিরোধী’, অসম NRC ইস্যুতে কেন্দ্রকে তোপ বামেদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অসম NRC ইস্যুতে এক সুর তৃণমূল থেকে বামফ্রন্টের গলায় ৷ অসমের নাগরিক পঞ্জি, এক তালিকাতেই বাদ দেশের চল্লিশ লক্ষ মানুষ। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ রাজ্যের শাসক থেকে বিরোধীর ৷
advertisement

অসম নাগরিকপঞ্জি ইস্যুতে সোমবার সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘ঝুলি থেকে বেড়াল বেরল ৷ বিজেপি মানুষবিরোধী দল ৷ বাংলা ও বাঙালিবিরোধী বিজেপি ৷ রবীন্দ্রনাথকে সম্মান দেয়নি বিজেপি ৷ অমর্ত্য সেনকেও অসম্মান করেছে ৷’

অসমের খসড়া নাগরিকপঞ্জি-তে চল্লিশ লক্ষ মানুষের নামে লালকালির দাগ। কার্যত রাতারাতি ভারতীয় নাগরিকত্ব হারানোর পথে ৷ প্রতিবাদে সংসদেও সরব বামেরা ৷ লোকসভায় বাম সাংসদ মহম্মদ সেলিম বলেন, ‘ভোট রাজনীতি করতে গিয়ে দেশের মধ্যেই আজ চল্লিশ লক্ষ মানুষ শরণার্থী। অসমের পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত অস্থির স্পর্শকাতর ৷ অসমের ৪০ লাখ বাসিন্দাদের ভবিষ্যত অনিশ্চয়তা আর আশা-আশঙ্কার দোলাচলে। তাদের মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকারের উপর ঘনিয়েছে বিপদ ৷ রাতারাতি ভারতীয় নাগরিকত্ব হারানোর পথে তাঁরা।’

advertisement

আরও পড়ুন 

‘দেশের বাসিন্দা হয়েও রাতারাতি রিফিউজি ৪০ লক্ষ মানুষ’, NRC বিতর্কে কেন্দ্রকে তোপ মমতার

শুধু বামেরাই নয়, এদিন উভয়কক্ষেই তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে হাত মেলাল কংগ্রেসও। তৃণমূল কংগ্রেসের দাবি, অবিলম্বে জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অবস্থান স্পষ্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাফাই, এই খসড়াই চূড়ান্ত নয়।

advertisement

আরও পড়ুন 

‘বিজেপি এরাজ্যেও ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের গলা ধাক্কা দিয়ে বের করব’, অসম ইস্যুতে মন্তব্য দিলীপের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেশের বাসিন্দা হয়েও রাতারাতি শরণার্থী ৪০ লক্ষ মানুষ ৷ অসমের দ্বিতীয় খসড়া এনআরসি-তে চল্লিশ লক্ষ মানুষের নামে লালকালির দাগ। কার্যত রাতারাতি উদ্বাস্তু হয়ে গেলেন চল্লিশ লক্ষ মানুষ। মোট তিন কোটি তিরিশ লক্ষ আবেদনকারীর মধ্যে প্রকাশিত হয়েছে দু’কোটি নব্বই লক্ষের নাম। বাকিরা যাবেন কোথায়? অনিশ্চয়তা আর আশঙ্কায় অসম।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘বিজেপি বাংলা ও বাঙালিবিরোধী’, অসম NRC ইস্যুতে কেন্দ্রকে তোপ বামেদের