আরও পড়ুনঃ চুরি করত মোবাইল, ল্যাপটপ, ক্রেডিট কার্ড, তবে ফেরত দিত সব! এ কেমন চোর
এসআইআর ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি জানান যে অসমে হচ্ছে না এসআইআর! আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে অসমে। কিন্তু সেখানে এসআইআর হচ্ছে না বলে জানিয়েছেন জ্ঞানেশ। তিনি বলেন, ‘সেখানে এনআরসি প্রায় শেষের পথে। তা ছাড়া অসমের নিজস্ব বিধান রয়েছে।’
advertisement
তিনি আরও বলেন, ‘অসমের নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম রয়েছে। এবং সেখানে সর্বোচ্চ আদালতের নির্দেশে নাগরিকত্ব খতিয়ে দেখা হচ্ছে। তাই অসমে আলাদা করে এসআইআর করা হবে।’ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ থেকে পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে একসঙ্গে এসআইআর শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান নিকোবরে শুরু হচ্ছে এসআইআর।
