লালুপ্রসাদের মেয়ে মিসা ভারতী এ দিন সাংবাদিকদের বলেন, ‘যখনই কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আমাদের ডেকেছে, আমার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়েছি, সহযোগিতা করেছি৷ ওঁর (লালুপ্রসাদ যাদব) শরীরের অবস্থা ততটা ভাল না হওয়ায় নিজে চলাফেরা করতে পারেন না৷ কোথাও গেলে কাউকে তাঁর সঙ্গে যেতে হয়৷’
উল্লেখ্য, বিহার সরকারের পরিবর্তন হয়েছে রবিবারই৷ নতুন করে বিজেপির সঙ্গে জোট করে ফের মুখ্যমন্ত্রী পদে বসেছেন নীতীশ কুমার৷ তিনি ত্যাগ করেছেন বিরোধী জোটের শিবির৷ সেই সঙ্গে আরজেডির সঙ্গও বিহারে ত্যাগ করতে হয়েছে নীতীশের৷
advertisement
লালুর কন্যা রোহিনী আচার্য, যিনি সিঙ্গাপুরের বাসিন্দা ইডির কর্মকাণ্ডের সমালোচনা করেছেন৷ তাঁর বাবার প্রতি অন্যায় হচ্ছে বলে দাবি করেছেন৷ বলেছেন, কাউকে যদি ওঁর সঙ্গে আসতে না দেওয়া হয়, তা হলে তাঁর অমানুষিক ব্যবহার করা হবে বলে মত প্রকাশ করেছেন তিনি৷