ভিডিওটি সামনে এনে সরাসরি প্রধানমন্ত্রীর নাম নিয়ে প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) প্রশ্ন করেন, "মোদিজী কোনও সরকারি আদেশ ছাড়াই আমাকে দু'ঘণ্টা ধরে হেফাজতে রাখা হয়েছে। অথচ যিনি একজন কৃষককে পিষে দিলেন তাকে কেন গ্রেফতার করা হল না?"
রবিবার কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত চার কৃষক অন্য সহ আন্দোলনকারীদের সঙ্গে লখিমপুরের রাস্তা ঘিরে রেখেছিলেন। অভিযোগ সেই সময়ে তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। ওই চার কৃষকের নাম দলজিৎ সিং, লভপ্রীৎ সিং, নক্ষত্র সিং ও গুরবিন্দ্র সিং।
advertisement
সদ্য প্রকাশিত ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে হঠাৎ করেই একটি জিপ এসে বিক্ষোভরতদের ধাক্কা মারে। জিপের বনেটের উপরে গিয়ে পড়েন এক ব্যক্তি। গাড়িটি চলে যাওয়ার পর পিছন পিছন আসে আরও একটি গাড়ি। সেই গাড়িটিও চলে গেলে দেখা যায় মাটিতে লুটিয়ে পড়েছেন বেশ কয়েকজন ব্যক্তি।
স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অজয় মিশ্র অবশ্য বলছেন, "এ ঘটনার সঙ্গে আমার ছেলের কোন যোগ নেই। গাড়ি চালাচ্ছিলেন আমার চালক। তাঁর অভিযোগ ৩ বিজেপি কর্মী এবং চালককে পিটিয়ে মারা হয়েছে।" প্রসঙ্গত এই প্রতিবেদন লেখার সময়ে আকাশ মিশ্রকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য শুধু লখিমপুর অঞ্চলে এই কেন্দ্রীয় আইন বাতিল করা নিয়ে বারংবার রক্তক্ষয়ী সংঘর্ষে আজ পর্যন্ত মোট ৮ জনের মৃত্যু হল। এই মুহূর্তে লখিমপুরে ১৪৪ ধারা জারি করা রয়েছে। সোমবার সেখানে পৌঁছতে গেলে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে আটক করে পুলিশ।
অন্য দিকে তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, প্রতিমা মন্ডল, আবীররঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা দেব লখিমপুরে পৌঁছে গিয়েছেন সর্বশেষ আপডেট অনুযায়ী।