কেন গুজরাতে দু'দফায় আর পশ্চিমবাংলায় আট দফায় ভোট হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বললেন, '' নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলা ঠিক নয়। কিন্তু বাংলায় আট দফা ভোট করাল। গুজরাতে প্রধানমন্ত্রীকে সুযোগ করে দেওয়া হয়েছিল প্রকল্প উদ্বোধন করার। এরপর সেতু বিপর্যয় হল। বিজেপি-কে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার কাজ করল নির্বাচন কমিশন। মর্মান্তিক মৃত্যুর ওপর দাঁড়িয়ে কমিশন ও বিজেপি গুজরাতের ভোট ক্যালেন্ডার প্রকাশ করল।''
advertisement
কুণাল ঘোষের আরও অভিযোগ, '' নরেন্দ্র মোদির সামনেই সংস্থার নাম চাদর দিয়ে ঢাকা হয়েছে। হাসপাতালে চিকিৎসা বিভ্রাট হয়েছে। মোদি পাপ ঢাকতেই হাসপাতালে গিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখিয়েছেন। তিনি যা বলেছেন ঠিকই বলেছেন। মোদি গুজরাতে কেন বলতে পারল না ভগবানের বার্তা? বিজেপি কোম্পানির ৫৬ ইঞ্চি এখন ৫.৬ ইঞ্চি হয়ে গেল।! মুখ্যমন্ত্রী পদে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেটা তার একান্তই স্বাধীনতা।''
বৃহস্পতিবার ঘোষণা হল গুজরাত বিধানসভা ভোটের নির্ঘণ্ট। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১ ও ৫ ডিসেম্বর দু'দফায় গুজরাতে ভোট হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৮ ডিসেম্বর। এদিন সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ জানিয়ে দেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
চলতি মাসে হিমাচল প্রদেশে বিধানসভা ভোট রয়েছে। হিমাচল প্রদেশে বিধানসভা ভোট ১২ নভেম্বর হবে। ভোটগণনা হবে ৮ ডিসেম্বর। এরপরই গুজরাত বিধানসভা ভোট এবং ৮ তারিখেই ফল ঘোষণার পর্ব। হিমাচল প্রদেশ বিধানসভা ভোটের ফলাফল এবং গুজরাতের ফলাফল একইদিনে গণনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।