এই ঘটনার পর বিদেশ মন্ত্রক জরুরি হেল্পলাইন নম্বর চালু করেছে। হাতাহতদের পরিবারের উদ্বেগের কথা ভেবে বিদেশমন্ত্রকের তরফে এদিন রাতেই ২৪X৭ হেল্পলাইন চালু করা হয়েছে। শোক প্রকাশ করে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক ট্যুইটে বার্তায় বলেন, 'কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট নং আইএক্স ১৩৪৪-এর দুর্ঘটনায় আমরা গভীর ভাবে দুঃখিত। বিদেশমন্ত্রকের হেল্পলাইনগুলি হল: 1800 118 797 (১৮০০১১৮৭৯৭), +91 11 23012113(+৯১ ১১ ২৩০১২১১৩), +91 11 23014104 (+৯১ ১১ ২৩০১৪১০৪), +91 11 23017905 (+৯১ ১১ ২৩০১৭৯০৫) Fax: +91 11 23018158 Email: covid19@mea.gov.in।"
advertisement
শুক্রবার দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরলের কোঝিকোড়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷ অবতরণের সময়েই ঘটে বিপত্তি ৷ দৃশ্যমানতা প্রায় ছিলই না ৷ বিমানবন্দরের ১০ নম্বর রানওয়েতে নামার পরেই স্কিড করে যায় বিমানের চাকা ৷ রানওয়ের একেবারে শেষপ্রান্ত পর্যন্ত গিয়েও বিমানটিকে থামাতে পারেননি পাইলট ৷ রানওয়ে ছাড়িয়ে ৫০ ফুট গভীর খাদে পড়ে৷ দুটো টুকরো হয়ে যায় বিমান৷ সামনের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
ভারী বৃষ্টি ও কম দৃশ্যমানতার মধ্যেই চলছে উদ্ধারকাজ৷ বিমানবন্দরে ১০৮টি অ্যাম্বুল্যান্স রয়েছে৷ ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ফোন করেন৷ উদ্ধারকাজ নিয়ে যাবতীয় খোঁজ নেন৷