TRENDING:

Koustav Bagchi bail: জামিন পেলেন কৌস্তভ বাগচী, আদালতে জোর ধাক্কা খেল পুলিশ

Last Updated:

এ দিন ভোর রাত তিনটে নাগাদ কৌস্তভ বাগচির বাড়িতে হানা দেয় বড়তলা থানার পুলিশ৷ কৌস্তভের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ একাধিক আইনজীবী৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গ্রেফতার হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী৷ এ দিন ব্যাঙ্কশাল আদালত থেকে ১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান কৌস্তভ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এ দিন ভোর রাত তিনটে নাগাদ কৌস্তভ বাগচীর ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় বড়তলা থানার পুলিশ৷ তাঁর বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ আনে পুলিশ৷ কৌস্তভের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ একাধিক আইনজীবী৷
জামিন পেলেন কৌস্তভ বাগচি।
জামিন পেলেন কৌস্তভ বাগচি।
advertisement

এ দিন সকাল আটটা নাগাদ কৌস্তভ বাগচীকে সরকারি ভাবে গ্রেফতার করা হয়৷ তার পর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলে পুলিশ৷ সরকারি আইনজীবী আগামী ১০ মার্চ পর্যন্ত কৌস্তভের পুলিশ হেফাজতের আর্জি জানান৷

আরও পড়ুন: কৌস্তভের গ্রেফতারি! 'মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করা উচিত,' এ কী বললেন শুভেন্দু

পাল্টা কৌস্তভের হয়ে সওয়াল করতে গিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীরা দাবি করেন, কোনও বইয়ের অংশ তুলে বক্তব্য রাখা অপরাধ হতে পারে না৷ সেই বই বাজারেও পাওয়া যাচ্ছে৷ কৌস্তভের বাড়িতে যেভাবে গভীর রাতে পুলিশ হানা দিয়েছে, তা জঙ্গিদের গ্রেফতারের সময় করা হয় বলেও অভিযোগ করেন কংগ্রেস নেতার পক্ষে সওয়াল করা আইনজীবীরা৷

advertisement

আরও পড়ুন: 'মাতৃসমা মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ভাষা ব্যবহার করা হয়েছে...' কৌস্তভের গ্রেফতারের পর কংগ্রেসকে তুলোধনা দেবাংশুর

সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন বলে অভিযোগ করেছিলেন কৌস্তভ৷ পাল্টা মুখ্যমন্ত্রীকে নিয়ে দীপক ঘোষের  দু'টি বই নিয়ে প্রচারের হুমকি দেন কংগ্রেস নেতা৷ এর পরেই শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ বড়তলা থানায় অভিযোগ দায়ের করেন এক তৃণমূল কর্মী৷ ভোর রাত তিনটে নাগাদ কংগ্রেস নেতার বাড়িতে হানা দেয় পুলিশ৷ দীর্ঘক্ষণ জেরার পর কৌস্তভকে এ দিন সকালে গ্রেফতার করা হয়৷

advertisement

কৌস্তভের বিরুদ্ধে ১২০বি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিশ৷ কংগ্রেস নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি, মহিলার সম্মানহানি, হুমকি, অশান্তিতে উস্কানির মতো গুরুতর অভিযোগ আনে পুলিশ৷ কৌস্তভের আইনজীবীরা অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে ৪১এ-তে নোটিস ছাড়াই কৌস্তভ বাগচির বাড়িতে মাঝরাতে গিয়ে তাঁকে গ্রেফতার করে আনে পুলিশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

আদালতের নির্দেশ অনুযায়ী, সপ্তাহে একবার কৌস্তভ বাগচীকে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ৫ এপ্রিল। কৌস্তভের গ্রেফতারির পরেই এ দিন বড়তলা থানায় বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। পরে আদালত চত্বরেও বিক্ষোভ শুরু হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Koustav Bagchi bail: জামিন পেলেন কৌস্তভ বাগচী, আদালতে জোর ধাক্কা খেল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল