ক্রু বলছে, ওই যাত্রী পেশায় আইনজীবী। তিনি 31D আসনে বসেছিলেন। প্রতিবেদনে ক্রুদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে ওই যাত্রী মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন এবং সহযাত্রীদের বিশেষ ধ্বনি বলার জন্য অনুরোধ করতে শুরু করেছিলেন।
তাঁদের অভিযোগে আরও বলা হয়েছে যে বিমানটি ওড়ার পর তিনি একটি সফট ড্রিঙ্কসের বোতল লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন যার গন্ধ মদের মতো ছিল। জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দ্রুত তা গিলে ফেলেন। পরে ওই ব্যক্তিকে কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
তবে ব্যক্তির আইনজীবী অভিযোগ অস্বীকার করে পুলিশকে জানান যে ওই যাত্রী দিল্লির আইজিআই বিমানবন্দরে বিমানে ওঠার আগে বিয়ার পান করেছিলেন এবং প্রমাণ হিসেবে একটি পারচেজ বিলও উপস্থাপিত করেছিলেন।
প্রতিবেদন অনুসারে, যাত্রী তাঁর পাল্টা অভিযোগে বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন এবং দাবি করেছেন যে তাঁকে মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত করা হয়েছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, ওই বিশেষ ধ্বনি বলতে বলার উদ্দেশ্য, কাউকে আঘাত করা নয়। ইন্ডিগোর কর্মকর্তারা জানিয়েছেন যে কেবিন ক্রুরা বিমানযাত্রীকে অশান্ত এবং মাতাল বলে রিপোর্ট করেছেন । বিমান সংস্থাটি আরও জানিয়েছে যে যাত্রীর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
পরে, একটি বিবৃতিতে ইন্ডিগোর তরফে বলা হয়, “আমরা ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগো ফ্লাইট 6E 6571-এ একটি অশান্ত আচরণের ঘটনা সম্পর্কে অবগত। বিমানের একজন যাত্রী মদ্যপ অবস্থায় কেবিন ক্রুর সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং সহযাত্রীদের বিরক্ত করছেন বলে জানা গিয়েছে। নিয়ম অনুসারে, ওই গ্রাহককে অবাধ্য ঘোষণা করা হয়েছিল এবং পৌঁছানোর পর তাঁকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছিল,” মুখপাত্র জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগও দায়ের করা হয়েছে।”
এদিকে মঙ্গলবার নাগপুর-কলকাতা ইন্ডিগোর একটি বিমান উড়ানের কিছুক্ষণ পরেই পাখির ধাক্কায় নাগপুর বিমানবন্দরে ফিরে আসে। ঘটনার সময় বিমানটিতে প্রায় ১৬৫ জন যাত্রী ছিলেন। পাখির ধাক্কায় বিমানটির নাকের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরে ফ্লাইটটি বাতিল করা হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলটরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং বিমানটি নাগপুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সংস্থার তরফে বলা হয়েছে, ‘বিমানের প্রয়োজনীয় পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজনের কারণে আজকের জন্য ফ্লাইটটি বাতিল করা হয়েছে’।