TRENDING:

এক দেশ এক ভোট? নির্বাচন কমিশনার বললেন, 'কোনও চান্সই নেই'

Last Updated:

জবাবে ওপি রাওয়াত জানিয়ে দেন, ‘কোনও সম্ভাবনাই নেই। এর জন্য আইনি রক্ষাকবজের প্রয়োজন।’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: 'এক দেশ এক ভোট' নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিজেপি সভাপতি অমিত শাহ যতই দাবি করুক, নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিল, এ দেশে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়৷
advertisement

বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াতকে জিগ্গেস করা হয়, একইসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন সম্ভব? ওই প্রশ্নের জবাবে ওপি রাওয়াত জানিয়ে দেন, ‘কোনও সম্ভাবনাই নেই। এর জন্য আইনি রক্ষাকবজের প্রয়োজন।’

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রাওয়াত বলেন, এক দেশ এক ভোটের ব্যাপারে ২০১৫ সালেই কমিশন তার পরামর্শ সরকারের কাছে পঠিয়েছে। ‌যানবাহনের অসুবিধা ও ভিভিপ্যাডের অভাব একইসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বাধা হতে পারে। তবে ‌যে কোনও বিধানসভা মেয়াদ শেষ হলেই ভোট নেওয়ার ক্ষেত্রে কমিশন তার দায়িত্ব পালন করবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এক দেশ এক ভোট? নির্বাচন কমিশনার বললেন, 'কোনও চান্সই নেই'