নানেঘাট জলপ্রপাতটি মহারাষ্ট্রের নাকোঙ্কন সৈকত ও জুন্নার নগরের মধ্যে অবস্থিত। পুনে থেকে মাত্র ১২৯ কিলোমিটারের পথ নানেঘাট। আর আপনি যদি মুম্বই থেকে নানেঘাট জলপ্রপাত যান, তবে এই জলপ্রপাতটি প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ট্রেকিং রুট এই নানেঘাট। কল্যাণ থেকে শুরু হয় নানেঘাটের ট্রেকিং। ঘন জঙ্গলের মধ্য দিয়ে, বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছাতে হয় নানেঘাটে। সময় লাগে ৫-৬ ঘণ্টা। নানেঘাট জলপ্রপাতকে অনেকেই বিপরীত বা রিভার্স জলপ্রপাতও বলে থাকে। এই জলপ্রপাতে জল তার উচ্চতা থেকে পড়ার পরেও উপরের দিকেই ফিরে যায়। যা প্রকৃতির এক অবাক বিস্ময়।
advertisement
আরও পড়ুনঃ Do Snakes Take Revenge: সাপের প্রতিশোধ! সঙ্গীকে হত্যা করলে বদলা নেয় সাপ! সত্যি জানলে চমকে যাবেন
কিন্তু কেন নানেঘাট জলপ্রপাতের জল নীচে না গিয়ে উপরের দিকে উঠে যায় তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের মধ্যে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। বিজ্ঞানীদের মতে, এই জায়গায় বাতাস খুব দ্রুত প্রবাহিত হয় যার কারণে জল বিপরীত দিকে প্রবাহিত হয়। প্রবল বাতাসের কারণে জলপ্রপাত নিচের থেকে নেমে আসা জল আবার উপরের দিকে উঠে যায়। বর্ষার সময় এই দৃশ্য আরও বেশি পরিমাণে বোঝা যায়। তাই বর্ষার পর্যটকদের ভিড়ও বাড়ে। তবে বর্তমানে সারা বছরই এখানে রিভার্স ওয়াটারফল দেখতে ভিড় জমান পর্যটকরা।