TRENDING:

প্রার্থী পুরুষ, পরণে সাড়ে চার কেজির সোনার গয়না, চেনেন কি এঁকে?

Last Updated:

এঁনার মোট সোনার পরিমাণ শুনলে আরও চমকে উঠবেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: ইনি নির্বাচন পদপ্রার্থী! নাম হরি নাদার৷ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করেছেন তবে শিরোনাম তৈরি করে নিয়েছেন গোটা দেশে৷ হরি নাদার যে দিন মনোনয়ন জমা দেন সেদিন তাঁর গায়ে ছিল প্রায় সাড়ে চার কেজি সোনার গয়না৷ হ্যাঁ এক ভরি, দু‘ ভরি নয়৷ একেবারে ৪.২৭ কেজি সোনার গয়না ছিল তাঁর অঙ্গে৷
advertisement

মনোনয়ন জমা দেওয়ার সময় যখন তিনি সম্পত্তির হলফনামা জমা দিয়েছেন তখন জানিয়েছেন তাঁর কাছে মোট ১১ কিলো ২০০ গ্রাম সোনা রয়েছে৷ যার বাজারে মূল্য ৪.৭৩ কোটি টাকা৷ বিভিন্ন নেতারাই মনোনয়ন জমা দেওয়ার সময় নিজেদের সম্পত্তির ডিক্লারেশন দিচ্ছেন৷ সে সময়েই এই সোনায় মোড়া পদপ্রাথীর সব সম্পত্তির পরিমাণ জানা যায়৷

তামিলনাড়ুতে একটিই পর্বে সমস্ত আসনের বিধানসভা ভোট হচ্ছে৷ সেই ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল৷ ভোট গণনা হবে ২ মে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে এই ভোটের আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এদাপাদ্দি পালানিস্বামী জানিয়েছেন তাঁর মোট ৪৮ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে৷ সালেমের এদাপাদ্দি থেকেই তিনি নির্বাচনে লড়ছেন৷ তিনি জানিয়েছেন তাঁর কাছে ৪৭.৬৪ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে৷ তাঁর কোনও অস্থাবর সম্পত্তি নেই৷ এদিকে তাঁর স্ত্রী-র পেশা হিসেবে দেখানো হয়েছে চাষবাস৷ তাঁর স্ত্রী-রাধার নামে ১.০৪ কোটি টাকার মুভেবেল অ্যাসেট ও মোট ২.৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে৷ এদিকে মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী অবিভক্ত হিন্দু পরিবার সূত্রে ৩.৪ কোটি টাকার সম্পত্তির ঘোষণা করেছেন৷ যা মোট সম্পত্তি নিয়ে গেছে ৬.৭ কোটিতে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
প্রার্থী পুরুষ, পরণে সাড়ে চার কেজির সোনার গয়না, চেনেন কি এঁকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল