মনোনয়ন জমা দেওয়ার সময় যখন তিনি সম্পত্তির হলফনামা জমা দিয়েছেন তখন জানিয়েছেন তাঁর কাছে মোট ১১ কিলো ২০০ গ্রাম সোনা রয়েছে৷ যার বাজারে মূল্য ৪.৭৩ কোটি টাকা৷ বিভিন্ন নেতারাই মনোনয়ন জমা দেওয়ার সময় নিজেদের সম্পত্তির ডিক্লারেশন দিচ্ছেন৷ সে সময়েই এই সোনায় মোড়া পদপ্রাথীর সব সম্পত্তির পরিমাণ জানা যায়৷
তামিলনাড়ুতে একটিই পর্বে সমস্ত আসনের বিধানসভা ভোট হচ্ছে৷ সেই ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল৷ ভোট গণনা হবে ২ মে৷
এদিকে এই ভোটের আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এদাপাদ্দি পালানিস্বামী জানিয়েছেন তাঁর মোট ৪৮ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে৷ সালেমের এদাপাদ্দি থেকেই তিনি নির্বাচনে লড়ছেন৷ তিনি জানিয়েছেন তাঁর কাছে ৪৭.৬৪ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে৷ তাঁর কোনও অস্থাবর সম্পত্তি নেই৷ এদিকে তাঁর স্ত্রী-র পেশা হিসেবে দেখানো হয়েছে চাষবাস৷ তাঁর স্ত্রী-রাধার নামে ১.০৪ কোটি টাকার মুভেবেল অ্যাসেট ও মোট ২.৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে৷ এদিকে মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী অবিভক্ত হিন্দু পরিবার সূত্রে ৩.৪ কোটি টাকার সম্পত্তির ঘোষণা করেছেন৷ যা মোট সম্পত্তি নিয়ে গেছে ৬.৭ কোটিতে৷