TRENDING:

ভাইকে রাখি বাঁধবেন, জেনে নিন পঞ্জিকা মতে সেরা সময়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : এবার রবিবার রাখি ৷ ফলে ছোটাছুটি -হুড়োহুড়ি করে আর রাখি বাঁধতে দৌড়তে হবে না ৷ ভাই হোক বা দাদা তাদের যেমন ছুটি থাকবে তেমনি বোনদের ছুটিরই দিন ৷
advertisement

তাই আগে থেকেই সময় ঠিক করে রেখেছেন নিশ্চয় কখন বাঁধবেন রাখি ৷ একই বাড়িতে থাকলে তো কোনও অসুবিধা নেই ৷ তবে ভাই-বোন যদি আলাদা জায়গায় থাকেন তাহলে একটা নিজের পছন্দ মতো টাইম ফিক্স করছেন ৷

কিন্তু একবার পঞ্জিকা অনুযায়ি রাখি বাধার সঠিক সময়টা দেখে নিয়েছেন কি ৷ হিন্দু ক্যালেন্ডার অনুযায়ি রবিবার পূর্ণিমায় রাখি হচ্ছে ৷ এটা ভারতে শুধু হিন্দুরাই নন জৈনরাও পালন করেন ৷ আর ভারতের বাইরে মরিশাস -নেপালেও পালন করা হয় ৷

advertisement

আরও পড়ুন - স্টেটব্যাঙ্কের ১৮ হাজার এটিএমে মেলে না নতুন নোট! ভোগান্তি গ্রাহকদের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দ্রিক পঞ্চাঙ্গ অনুযায়ি এবার রাখি পূর্নিমা রয়েছে সকাল ৬.১৭ থেকে বিকেল ৫.২৫ অবধি ৷ তবে রাখি বাধার সেরা সময় দুপুর ১.৩৭ থেকে বিকেল ৪.০৩ অবধি ৷ ২ ঘন্টা ২৬ মিনিটের এই সময়টাই ভাইয়ের হাতে রাখি বাধার আদর্শ সময় ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভাইকে রাখি বাঁধবেন, জেনে নিন পঞ্জিকা মতে সেরা সময়