সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছে এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক ৷ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের ৩১ ডিসেম্বর ২০১৭ মধ্যে সেটি আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করতে হবে ৷ না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন করা যাবে না ৷
কেবল অ্যাকাউন্ট খোলার জন্য নয়, ৫০,০০০ টাকা ও তার বেশি লেনদেনের ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক ৷
advertisement
তাহলে জেনে নিন কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাবেন।
১. যদি আপনি ICICI ব্যাঙ্কের গ্রাহক হন তাহলে নীচের লিঙ্কে ক্লিক করুন ৷ ফর্ম ডাউনলোড করে সেটি ফিল আপ করে আধার নম্বর লিঙ্ক করতে পারবেন ৷
https://www.icicibank.com/campaigns/mailers/aadhaar_mailer/images/Stay_Connected_Form.pdf
২. আপনার যদি HDFC ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে তিনটি সহজ উপায়ে আধার নম্বর লিঙ্ক করতে পারবেন ৷
-নেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করুন
-এরপর “View / Update AadhaarDetails” অপশনে ক্লিক করে আধার নম্বর দিয়ে দিন
-এর সঙ্গে অ্যাকাউন্ট নম্বর দিলেই চার দিনের মধ্যেই লিঙ্ক হয়ে যাবে আপনার আধার নম্বর ৷
৩. অ্যাক্সিক ব্যাঙ্কের গ্রাহক হলে
এটিমে গিয়ে Insert Debit card >> Registration >> Enter PIN >> Link Aadhaar No. >> Select Account >> Update >> Enter Aadhaar No. >> Re-enter Aadhaar No. >>
ইন্টারনেট ব্যাঙ্কিয়ের ক্ষেত্রে "Aadhaar Seeding" লিঙ্কে ক্লিক করে আধার যুক্ত করতে পারবেন ৷
ফোনে PBC টোল ফ্রি নম্বরে ফোন করুন ৷ Call on PBC toll free number >> Authenticate on IVR using Debit card/Customer ID >> Press ‘4’ to link your Aadhaar No. >> Press ‘1’ to confirm.
এছাড়া এসএমএস-র মাধ্যমেও সহজে লিঙ্ক করতে পারবেন আধার কার্ড ৷ SMS - Aadhaar
৪. SBI এ অ্যাকাউন্ট থাকলে www.onlinesbi.com লিঙ্কে ক্লিক করে আধার নম্বর লিঙ্ক করতে পারবেন ৷