কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনে এবার সশস্ত্র মহিলা ক্যাডার। সোমবার শহীদ দিবস উপলক্ষে চাঞ্চল্যকর ছবি ও ভিডিও প্রকাশ করল কেএলও। সেখানেই জঙ্গি সংগঠনের কমান্ডার ইন চিফ জীবন সিং কোচের পাশে দেখা গেল মহিলা সদস্যদের।
এই প্রথম কেএলও-র প্রকাশিত ছবিতে দেখা মিলল সশস্ত্র মহিলাদের ৷ ছবিতে জলপাই পোশাকে রয়েছেন মহিলা জঙ্গিরা ৷ এই ছবিই চিন্তা বাড়িয়েছে পুলিশ-প্রশাসনের ৷ গোয়েন্দাদের আশঙ্কা, ঘুরে দাঁড়াতে সংগঠনে মহিলা ক্যাডারদের সংখ্যা বাড়াচ্ছে জঙ্গি সংগঠনটি ৷
advertisement
১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি সহ অসমের বিস্তীর্ণ এলাকায় প্রভাব বিস্তার করে কেএলও। কিন্তু টম অধিকারী, মালখান সিং, নীলাম্বর রাজবংশীর মতো শীর্ষ নেতাদের একের পর এক গ্রেফতারিতে কোমর ভেঙে যায় জঙ্গি সংগঠনটির। কিন্তু অসমের এনডিএফবি জঙ্গি সংগঠনের মদতে ফের একটু একটু করে ঘুরে দাঁড়তে শুরু করে কেএলও।
সশস্ত্র মহিলা ক্যাডারদের যোগদানকে কেএলও-র ঘুরে দাঁড়ানোর শুরু হিসেবেই দেখছেন গোয়েন্দারা। ভিডিওতে লাল টুপি পড়া এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির উপস্থিতিও ভাবাচ্ছে পুলিশ-প্রশাসনকে।
লাল টুপি পড়া এই ব্যক্তির উপস্থিতি, কেএলও-কে বিদেশি জঙ্গি সংগঠনের মদতের ইঙ্গিত কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।