TRENDING:

শহীদ দিবসে চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করল KLO অর্থাৎ কামতাপুরী জঙ্গি গোষ্ঠী

Last Updated:

শহীদ দিবসে চাঞ্চল্যকর ছবি ও ভিডিও প্রকাশ কেএলও-র। এই প্রথম জঙ্গি সংগঠনটির ছবিতে দেখা মিলল সশস্ত্র মহিলাদের। প্রশাসনের আশঙ্কা, ঘুরে দাঁড়াতে সংগঠনে মহিলা ক্যাডারদের সংখ্যা বাড়াচ্ছে কেএলও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: শহীদ দিবসে চাঞ্চল্যকর ছবি ও ভিডিও প্রকাশ কেএলও-র। এই প্রথম জঙ্গি সংগঠনটির ছবিতে দেখা মিলল সশস্ত্র মহিলাদের। প্রশাসনের আশঙ্কা, ঘুরে দাঁড়াতে সংগঠনে মহিলা ক্যাডারদের সংখ্যা বাড়াচ্ছে কেএলও। ছবিতে লাল টুপি পড়া এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির উপস্থিতিও ভাবাচ্ছে পুলিশ-প্রশাসনকে।
advertisement

কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনে এবার সশস্ত্র মহিলা ক্যাডার। সোমবার শহীদ দিবস উপলক্ষে চাঞ্চল্যকর ছবি ও ভিডিও প্রকাশ করল কেএলও। সেখানেই জঙ্গি সংগঠনের কমান্ডার ইন চিফ জীবন সিং কোচের পাশে দেখা গেল মহিলা সদস্যদের।

এই প্রথম কেএলও-র প্রকাশিত ছবিতে দেখা মিলল সশস্ত্র মহিলাদের ৷ ছবিতে জলপাই পোশাকে রয়েছেন মহিলা জঙ্গিরা ৷ এই ছবিই চিন্তা বাড়িয়েছে পুলিশ-প্রশাসনের ৷ গোয়েন্দাদের আশঙ্কা, ঘুরে দাঁড়াতে সংগঠনে মহিলা ক্যাডারদের সংখ্যা বাড়াচ্ছে জঙ্গি সংগঠনটি ৷

advertisement

১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি সহ অসমের বিস্তীর্ণ এলাকায় প্রভাব বিস্তার করে কেএলও। কিন্তু টম অধিকারী, মালখান সিং, নীলাম্বর রাজবংশীর মতো শীর্ষ নেতাদের একের পর এক গ্রেফতারিতে কোমর ভেঙে যায় জঙ্গি সংগঠনটির। কিন্তু অসমের এনডিএফবি জঙ্গি সংগঠনের মদতে ফের একটু একটু করে ঘুরে দাঁড়তে শুরু করে কেএলও।

advertisement

সশস্ত্র মহিলা ক্যাডারদের যোগদানকে কেএলও-র ঘুরে দাঁড়ানোর শুরু হিসেবেই দেখছেন গোয়েন্দারা। ভিডিওতে লাল টুপি পড়া এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির উপস্থিতিও ভাবাচ্ছে পুলিশ-প্রশাসনকে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

লাল টুপি পড়া এই ব্যক্তির উপস্থিতি, কেএলও-কে বিদেশি জঙ্গি সংগঠনের মদতের ইঙ্গিত কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

বাংলা খবর/ খবর/দেশ/
শহীদ দিবসে চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করল KLO অর্থাৎ কামতাপুরী জঙ্গি গোষ্ঠী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল