রবিবার রাত ১১টা নাগাদ মুখ ঢাকা ৪ দুষ্কৃতী অপহরণ করে গজেন্দ্র পারিখ নামে হায়দরাবাদের এক ব্যবসায়ীকে৷ অপহরণের স্থান থেকে ৯ কিলোমিটার দূরের একটি গুদামে নিয়ে গিয়ে রাখা হয় তাকে৷ এরপরই পরিবারের কাছে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা৷ না পেলে গজেন্দ্রকে খুনের হুমকি দেয় তারা৷
অবশেষে দুষ্কৃতীদের সঙ্গে ১ কোটি টাকায় রফা হয় পারিখ পরিবারের৷ সোমবার পরিবারের কাছ থেকে ১ কোটি টাকা পাওয়ার পরই গজেন্দ্রকে মুক্তি দেয় দুষ্কৃতীরা৷ সোমবারই ভাঙা হাত ও চোখের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় গজেন্দ্রকে৷
advertisement
ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অপহরণে ব্যবহৃত গাড়ি ও কোন পথে নিয়ে যাওয়া হয়েছিল ব্যবসায়ীকে তা সনাক্ত করার চেষ্টা করছে৷
ঘটনার পর নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হায়দরাবাদের ব্যবসায়ীরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2019 9:00 PM IST